ইউক্রেনকে আরও ২৬০ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র
প্রকাশিত : ০৭:১৪ পূর্বাহ্ণ, ৬ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার ১৪৪ বার পঠিত
যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের জন্য আরও ২৬০ কোটি ডলার মূল্যের সামরিক সহযোগিতা দেওয়ার কথা ঘোষণা করেছে।
এ নিয়ে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত কিয়েখকে ৩ হাজার ৫২০ কোটি ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র।
নতুন করে ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেওয়ার ঘোষণায় রাশিয়া হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, এ ধরনের সহযোগিতার ফলে ইউক্রেন যুদ্ধ কেবল দীর্ঘায়িত হবে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন নতুন ওই ২৬০ কোটি ডলার মূল্যের সামরিক সহযোগিতা প্যাকেজ ঘোষণা করে বলেছে, ইউক্রেনকে যেসব সমরাস্ত্র দেয়া হবে সেগুলোর মধ্যে রয়েছে তিনটি গোয়েন্দা রাডার, ট্যাংক বিধ্বংসী রকেট ও জ্বালানি ট্র্যাক।
এই নিয়ে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কিয়েভকে ৩,৫২০ কোটি ডলারের সামরিক সহায়তা দিল।
ইউক্রেনকে ন্যাটো জোটে যোগ দিতে বাধা দেওয়া এবং দেশটির পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলের রুশভাষি নাগরিকদের রক্ষা করার ঘোষণা দিয়ে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
ইউক্রেনকে রাশিয়ার সর্বশেষ সামরিক সহযোগিতা দেয়ার ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটনস্থ রুশ দূতাবাস। দূতাবাসটি বলেছে, এই সহযোগিতার ফলে যুদ্ধ প্রলম্বিত হবে এবং আরও বেশি বেসামরিক নাগরিকের জীবন বিপন্ন হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।