ব্রাজিলে ডে-কেয়ারে হামলা, ৪ শিশু নিহত
প্রকাশিত : ১০:১৭ অপরাহ্ণ, ৫ এপ্রিল ২০২৩ বুধবার ১২৩ বার পঠিত
দক্ষিণ ব্রাজিলের সান্টা ক্যাটারিনা রাজ্যের ব্লুমেন্যু শহরে একটি ডেকেয়ার সেন্টারে এক ব্যক্তির হামলায় চার শিশু নিহত হয়েছে। অপর এক শিশু গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। বুধবারের এ ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সান্টা ক্যাটারিনার গভর্নর জর্জিনহো মেলো বলেন, ‘ক্যান্টিনহো বোম প্যাস্টর’ নামের ডে-কেয়ার সেন্টারে হামলা চালানো হয়েছে। হামলাকারী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্যা সিলভা। গভর্নর জর্জিনহো মেলোও শোক প্রকাশ করেছেন
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।