ওমান সাগরে মার্কিন গোয়েন্দা বিমানকে ইরানের ধাওয়া
প্রকাশিত : ০৪:২০ অপরাহ্ণ, ৩ এপ্রিল ২০২৩ সোমবার ১৩৯ বার পঠিত
ওমান সাগরের কাছে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি মার্কিন গোয়েন্দা বিমানকে সতর্ক করে ফিরে যেতে বাধ্য করেছে ইরানের নৌবাহিনী।
ইরানের নৌবাহিনী রোববার জানায়, সম্প্রতি মার্কিন নৌবাহিনীর ইপি-৩ই মডেলের একটি গোয়েন্দা বিমান ওমান সাগরের ওপর দিয়ে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করে।
এ সময় ইরানের নৌবাহিনী বিমানটির কাছে সতর্কতামূলক বার্তা পাঠায় এবং বিমানটিকে ইরানের আকাশসীমা থেকে চলে যেতে বলে। ইরানের বার্তা সংস্থা তাসনিমের।
এ সময় ইরানের হুশিয়ারি পাওয়ার পর মার্কিন বিমানটি ইরানের আকাশসীমা থেকে বেরিয়ে আন্তর্জাতিক বিমান রুটগুলোর দিকে ফিরে যায়।
মার্কিন সামরিক বিমানটিতে সব ধরনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থা, সিগন্যাল সংগ্রহ ও আঁড়ি পাতার ব্যবস্থা রয়েছে। শুধু মার্কিন ও জাপানি নৌবাহিনী এ বিমানটি ব্যবহার করে।
ইরানের বিমানবাহিনী জানিয়েছে, ইরানের নিরাপত্তা বিঘ্নিত করার সুযোগ কাউকে দেওয়া হবে না। এ বাহিনী আমেরিকা ও ইসরাইলের যে কোনো অশুভ তৎপরতা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে বলেও ঘোষণা দিয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।