রবিবার ০২ নভেম্বর ২০২৫, ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ গণভোট ইস্যুতে মুখোমুখি বিএনপি-জামায়াত ◈ শাহজালালে যাত্রীর পাকস্থলীতে মিলল ৬৩৭৮ ইয়াবা ◈ চলতি বছর স্বর্ণের দাম বেড়েছে ৫০ বার, কমেছে কত বার? ◈ সকাল ৯টার মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ বিএনপির একজন নেতার চাঁদাবাজির টাকা দিয়েই গণভোট আয়োজন সম্ভব: পাটওয়ারী ◈ ঢাকায় জুলাইযোদ্ধা শাফিনের রহস্যজনক মৃত্যু ◈ জামায়াত নিষিদ্ধে আলালের বক্তব্যে প্রতিক্রিয়া জানালেন আবদুল হালিম ◈ বিএনপি ও জামায়াতের মধ্যে বোঝাপড়া হচ্ছে বলে শুনতে পাচ্ছি: পাটওয়ারী ◈ জামায়াত-বিএনপি ও এনসিপির কাঠামোর মধ্যে নির্বাচন সম্ভব নয়: জাপা মহাসচিব ◈ নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত

সুপারসনিক ক্রুজ মিসাইল হামলায় নাটকীয় মোড় নিচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

প্রকাশিত : ০৮:৩৯ অপরাহ্ণ, ২৯ মার্চ ২০২৩ বুধবার ১৪২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

শব্দের তুলনায় তিনগুণ বেশি গতিসম্পন্ন, রাশিয়ার সুপারসনিক মিসাইল- মসকিট। পশ্চিমা সামরিক জোট- ন্যাটোর তালিকায় যার সাংকেতিক নাম ‘এসএস-এন-২২ সানবার্ন’। আড়াইশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম সোভিয়েত আমলের এ ক্ষেপণাস্ত্রটি। জাপান সাগরে এখন সেটিরই মহড়া চালাচ্ছে রাশিয়া।

এছাড়াও তারা মাঠে নামিয়েছে ‘ইয়ার্স’ মিসাইল সিস্টেমও। পারমাণবিক শক্তিধর রাশিয়ার ‘অজেয় সমরাস্ত্র’ হিসেবেই পরিচিত এটি। এটিকে ঘিরে সামরিক প্রশিক্ষণে যোগ দিয়েছে ৩ হাজার সেনা সদস্য, রয়েছে ৩০০ ছোটবড় অস্ত্র-সমরযানও।

এ প্রসঙ্গে রুশ মিসাইল রেজিমেন্ট কমান্ডার কালগায়েভ ইয়েভগেনি বলেন, রুশ প্রতিরক্ষা সদর দফতরের নেতৃত্বেই কৌশলগত এ সামরিক মহড়া চালাচ্ছে মিসাইল রেজিমেন্ট। এরই ধারাবাহিকতায়, ইয়ার্স মিসাইল সিস্টেম মাঠে নামানো হলো। ঝাঁলিয়ে নেয়া হচ্ছে শত্রুপক্ষের বিরুদ্ধে আমাদের সৈন্যদের লড়াইয়ের সক্ষমতা।

নতুন ও নাটকীয় মোড় নিচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সুপারসনিক ক্রুজ মিসাইল- মসকিটের মহড়া চালাচ্ছে রুশ নৌবহর। মাঠে নামিয়েছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা- ইয়ার্সও। ইউক্রেনে অত্যাধুনিক পশ্চিমা ট্যাংক ও সাঁজোয়া যান আসার পরই; শক্তিমত্তার জানান দিলো পুতিন প্রশাসন। অস্ত্র প্রস্তুত-মজুদ আর সরবরাহের পরিমাণ আরও ৭-৮ গুণ বাড়বে বলে হুমকিও দিয়েছে দেশটি। এদিকে, প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির বিশ্বাস- রাশিয়া যতোই চাপ প্রয়োগ করুক না কেনো; চূড়ান্ত বিজয় ইউক্রেনেরই হবে। খবর সিএনএনের।

তবে শুধু মহড়ায় সীমাবদ্ধ নেই রাশিয়া। খতিয়ে দেখছে অস্ত্র-গোলাবারুদের সক্ষমতাও। অস্ত্রের উৎপাদন আরও কয়েকগুণ বাড়ানোর সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছে দেশটি।

এ প্রসঙ্গে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেন, চেলিয়াবিনস্ক ও কিরোভ অঞ্চলের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছেন, প্রতিরক্ষামন্ত্রী। দ্রুততম সময়ের মধ্যে কিভাবে ফ্রন্টলাইনে দাঁড়ানো সেনাদের হাতে গোলাবারুদ সরবরাহ করা যায়- সেটিই দেখেছেন তিনি। খুব শীঘ্রই রণক্ষেত্রে অস্ত্রের মজুদ বাড়ানো হবে। কারণ, ইউক্রেনীয় বাহিনীর কাছে পশ্চিমা সমরযান পৌঁছে গেছে। তাই, চলতি বছরই ৭-৮ গুণ বাড়বে রুশ সমরাস্ত্র উৎপাদনের পরিমাণ।

এদিকে, নিজ অবস্থানে অনড় ইউক্রেনীয় প্রেসিডেন্টও। জানিয়েছেন- যেকোনো মূল্যে বিজয় নিশ্চিত করবে তার দেশ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেন, ইউক্রেনীয়রা ভাঙ্গবে তবু মচকাবে না- এই বিশ্বাস নিয়ে যারা রণক্ষেত্রে লড়ছেন তাদের প্রতি স্যালুট। আমাদের অকুতোভয় সেনারা নাড়িয়ে দিয়েছে রাশিয়ার এতোদিনের দম্ভ; ফাটল ধরিয়েছে রুশ সাম্রাজ্যের দেয়ালে। পশ্চিমা মিত্ররা ইউক্রেনের পাশেই রয়েছে। আমাদের বিজয় নিশ্চিত।

প্রসঙ্গত, সোমবার (২৭ মার্চ) বহুল আলোচিত জার্মান লেপার্ড-২ ট্যাংকের একটি বহর পৌঁছায় ইউক্রেনে। ১৮টি ট্যাংক গ্রহণ করে দেশটির সেনাবাহিনী। পাশাপাশি, কিয়েভের হাতে পৌঁছেছে ব্রিটিশ চ্যালেঞ্জার ট্যাংক, মার্কিন সাঁজোয়া যানসহ বিভিন্ন সমরাস্ত্র।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন। নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন। তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT