রহমত উল্লাহর বিরুদ্ধে এবার ডিজটাল নিরাপত্তা আইনে মামলা শাকিবের
প্রকাশিত : ১০:২০ অপরাহ্ণ, ২৭ মার্চ ২০২৩ সোমবার ১৫১ বার পঠিত
অস্ট্রেলিয়া প্রবাসী চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান। আজ সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়াতের আদালতে তিনি এ মামলা করেন।
বাদীর অভিযোগ শুনে মামলাটি তদন্ত করে আগামী ৬ জুনের মধ্যে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক। শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার শাকিব খান প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজির অভিযোগে ঢাকার সিএমএম আদালতে নালিশি মামলা করেন। পরে অভিযোগ আমলে নিয়ে আগামী ২৬ এপ্রিল রহমত উল্লাহকে আদালতে হাজির হতে বলেন বিচারক।
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে শাকিব খানের বিরুদ্ধে একটি অভিযোগ করেন রহমত উল্লাহ। অভিযোগে বলা হয়, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ের সময় এক নারী সহপ্রযোজককে ধর্ষণ করেন শাকিব।
এ পরিপ্রেক্ষিতে গত শনিবার রহমত উল্লাহর নামে মানহানির মামলা করতে গুলশান থানায় গিয়েছিলেন শাকিব খান। পুলিশ তাঁকে আদালতে মামলা করার পরামর্শ দেয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।