রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

এমন অলরাউন্ড পারফরম্যান্সই চান সাকিব

প্রকাশিত : ১০:০৯ অপরাহ্ণ, ২৭ মার্চ ২০২৩ সোমবার ১৫০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ওপেনার লিটন দাস ও রনি তালুকদার দুর্দান্ত ব্যাটিং করেছেন। তাদের দেখানো আক্রমণাত্মক ব্যাটিংয়ের পথে হেঁটেছেন শামীম হোসেন পাটোয়ারি, সাকিব আল হাসানরা। আবার বল হাতে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদরা ছিলেন অনবদ্য।

ম্যাচ শেষে টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, এক-দুই জনের ওপর নির্ভর না করে দলের সকলের কাছে তিনি এমন অলরাউন্ড পারফরম্যান্স চান। নতুনরা এসে ভয় না পেয়ে ক্রিকেট খেলছে। যা তাকে মুগ্ধ করেছে।

ম্যাচ শেষে সাকিব বলেছেন, ‘আমরা এটাই চাই। এক-দুই জনের পক্ষে সব সময় অবদান রাখা কঠিন। আমরা এমন অলরাউন্ড পারফরম্যান্স চাই। ওরা (লিটন-রনি) ওপেনিংয়ে আক্রমণাত্মক খেলে ম্যাচের গতি নির্ধারণ করে দিয়েছিল। নতুনরা ভয় পায়নি এবং পারফর্ম করেছে।’

বাংলাদেশ ব্যাট করে ১৯.২ ওভারে নিজেদের তৃতীয় সর্বোচ্চ ২০৭ রান করার পর বৃষ্টি নামে। কার্টেল ওভারে ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য পায় আইরিশরা। ঝড়ো শুরুও করে তারা। তাসকিন চতুর্থতম ওভারে তিন উইকেট নিয়ে ওই ঝড় থামান। তার দুর্দান্ত ওই বোলিংয়ের প্রশংসা করেছেন সাকিব।

তিনি বলেছেন, ‘যেভাবে তারা বল করেছে, অসাধারণ। আমাদের দলে আরও ক’জন খেলোয়াড় আছে, পেসারদের দুর্দান্ত ওই বোলিংয়ের কারণে যারা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT