আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, ভারত-পাকিস্তানেও কম্পন
প্রকাশিত : ০৭:০৫ পূর্বাহ্ণ, ২২ মার্চ ২০২৩ বুধবার ১৩৬ বার পঠিত
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের পর ভারত ও পাকিস্তানের বিভিন্ন জায়গায় মৃদু কম্পন অনুভূত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, আফগানিস্তানে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। তাজিকিস্তান ও পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের জুরম শহরের ৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব এলাকায় ১৮৭ দশমিক ৬ কিলোমিটার ভূগর্ভে এর উৎপত্তি।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স মঙ্গলবার জানায়, আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে।
আফগানিস্তানের ফায়জাবাদের ১৩৩ কিলোমিটার দক্ষিণপূর্ব এলাকায় রিখটার স্কেলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়। মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটের দিকে ভারতের হরিয়ানা, পাঞ্জাব ও বিভিন্ন জায়গায় রাতে ভূকম্পন অনুভব করে লোকজন। ঘরবাড়ি ছেড়ে রাস্তায় চলে আসেন অনেকে। লোকজনের মাঝে আতঙ্ক দেখা দেয়।
পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ডন জানায়, মঙ্গলবার রাত ৯টা ৪৭ মিনিটে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে দেশটির কিছু এলাকায়।
তবে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ভূকম্পনের ঘটনায় তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।