প্রধানমন্ত্রীর চায়ের রেসিপির প্রশংসায় সিএনএন সাংবাদিক
প্রকাশিত : ০৫:২৬ অপরাহ্ণ, ১৪ মার্চ ২০২৩ মঙ্গলবার ১৪৭ বার পঠিত
প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক এবং সিএনএনের ইন্টারন্যাশনাল বিজনেস করেসপন্ডেন্ট রিচার্ড কোয়েস্ট সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ছবি টুইট করেছেন।
এতে তিনি লিখেছেন— তার (প্রধানমন্ত্রী) নিজস্ব রেসিপি দিয়ে বানানো চা উপভোগ করছি: আদা, এলাচ, মধু এবং মসলার মিশেলে বানানো।
আরেকটি টুইটে ‘কোয়েস্ট মিন্স বিজনেস’-এর উপস্থাপক লিখেছেন— উষ্ণতা ও আতিথেয়তার জন্য তোমাকে ধন্যবাদ #বাংলাদেশ। এটা আমার প্রথম সফর ছিল; কিন্তু এটা শেষ সফর না।
আগামী সপ্তাহে সিএনএনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎকার দেখা যাবে বলে জানান রিচার্ড কোয়েস্ট।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























