রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

অসুস্থতা নিয়ে খেলেই ১৮৬ রান করেছে বিরাট: আনুশকা

প্রকাশিত : ০৫:১৪ অপরাহ্ণ, ১৩ মার্চ ২০২৩ সোমবার ১৫৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা জানিয়েছেন, শারীরিক অসুস্থতা নিয়েই রোববার আহমেদাবাদ টেস্টে ১৮৬ রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি। মাঠে খেলতে নেমে বিরাট বুঝতেই দিলেন না যে তিনি অসুস্থ।

রোববার ২০০ রান প্রায় করেই ফেলেছিলেন বিরাট। ১২০৫ দিন পর টেস্টে শতরান এলো তার ব্যাট থেকে। ২০০ রানও হয়ে যেত যদি উল্টো দিক থেকে এক এক করে ব্যাটার আউট না হয়ে যেতেন।

শেষবেলায় তাড়াহুড়ো করতে গিয়ে আউট হয়ে গেলেন বিরাট। কিন্তু তার ইনিংস ভারতকে ৯১ রানের লিড দিয়ে দেয়।

বিরাট আউট হওয়ার পরেই ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন আনুশকা। তিনি লেখেন— অসুস্থতা নিয়েও খেলছ তাতেও লক্ষ্যে স্থির। তুমি সবসময় আমার অনুপ্রেরণা।

ইডেনে বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলের টেস্টের (২৩ নভেম্বর, ২০১৯) পর লাল বলের টেস্টে শতরান আসছিল না ভারতের সাবেক এ অধিনায়কের। এলো আহমেদাবাদে। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে শতরান ভারতকে ভরসা দিল।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT