ওয়াশিংটন-সিউলকে থামাতে বলল পিয়ংইয়ং
প্রকাশিত : ০৫:৩০ অপরাহ্ণ, ৫ মার্চ ২০২৩ রবিবার ১৪৮ বার পঠিত
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যৌথ মহড়া থামাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া। এই মহড়া অনুষ্ঠিত হলে কোরীয় উপদ্বীপে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যাবে বলে হুশিয়ার করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণায়।
রোববার এক বিবৃতিতে উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী কিম সন গিয়োং বলেছেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে অবিলম্বে তাদের যৌথ সামরিক মহড়া ও উস্কানিমূলক তৎপরতা বন্ধ করতে বাধ্য করা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত। কিন্তু দুঃখজনক হলো- সম্পূর্ণ আগ্রাসী ধরনের এই যৌথ সামরিক মহড়া বন্ধ করতে জাতিসংঘ কোনো উদ্যোগ গ্রহণ করছে না।
এর একদিন আগে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে কোরীয় উপদ্বীপে বিশাল সামরিক মহড়া চালানোর ঘোষণা দেওয়া হয়। আগামী ১৩ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। এর আগে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, এটি হবে দুই দেশের মধ্যে এ যাবতকালের মধ্যে সবচেয়ে বড় মহড়া।
এর আগে গত মাসেও যৌথ বিমান মহড়া চালিয়েছে দুই ঘনিষ্ঠ মিত্র। ওই মহড়ায় দক্ষিণ কোরিয়ার এফ-৩৫ ও এফ-১৫ এবং মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান অংশ নেয়। আর এসব যুদ্ধবিমানকে স্কর্ট দেয় যুক্তরাষ্ট্রের বি-১বি বোমারু বিমান।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























