এমবাপ্পের কথা না শুনেই কি ইনজুরিতে নেইমার?
প্রকাশিত : ০৬:৩৫ অপরাহ্ণ, ২০ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার ১৩২ বার পঠিত
চ্যাম্পিয়ন্স লিগে বাঁচা-মরার লড়াই সামনে আসতেই ইনজুরিতে পড়েছেন নেইমার জুনিয়র। বায়ার্ন মিউনিখের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে হেরেছে পিএসজি। ৯ মার্চ দ্বিতীয় লেগ হবে মিউনিখে। রোববার লিলির বিপক্ষে লিগ ম্যাচে ৫১ মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তিনি।
সংবাদ মাধ্যম জানিয়েছে, তার গোড়ালি মচকে গেছে। তবে চিড় ধরা পড়েনি। লিগামেন্ট ইনজুরি আছে কিনা বুঝতে আরও সময় লাগবে। কাতার বিশ্বকাপেও তিনি গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন। ফিট হয়ে ফিরতে তাই সময় লাগবে ব্রাজিলিয়ান তারকার।
বায়ার্নের বিপক্ষে হারের পর কিলিয়ান এমবাপ্পে দলের প্রতি বিশেষ বার্তা দিয়েছিলেন। ওই বার্তা না শুনেই কি ইনজুরিতে পড়েছেন নেইমি? এমন প্রশ্ন উঠছে। যদিও এমবাপ্পে জানিয়েছেন, নেইমারকে ইঙ্গিত করে তিনি কিছু বলেননি।
বায়ার্নের বিপক্ষে হারের পর এমবাপ্পে বলেছিলেন, পরবর্তী লেগের জন্য আমাদের ভালো খেতে হবে, ঠিক মতো ঘুমাতে হবে এবং চাঙ্গা থাকতে হবে। অথচ নেইমার ম্যাচের পরই পোকার (তাস) খেলতে বসেছিলেন। সেই ছবিও সামাজিক মাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছিল। তার লাইফস্টাইল নিয়ে আগেও প্রশ্ন ছিল। বাজে লাইনস্টাইলের কারণে নেইমার ইনজুরিতে বেশি পড়েন বলেও মনে করা হয়।
যদিও এমবাপ্পে লিলির বিপক্ষে ৪-৩ গোলে জয়ের পর বলেছেন, তার বার্তা ছিল দলের সবার প্রতি, ‘আমি কথাটা সকলের জন্য বলেছিলাম। এখন দেখছি ওই মন্তব্য ধরে অনেকে নেইমারের এক হাত নিচ্ছেন। কিন্তু আমার মনে হয়, এখন আমরা যে পরিস্থিতিতে আছি, একে অপরের সমালোচনা থেকে বিরত থাকতে হবে। নেইমার আমাদের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়, আশা করছি তিনি দ্রুত ফিরবেন।’
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।