ভারতীয় ১৬ জেলেকে মাছ ধরা ট্রলারসহ আটক
প্রকাশিত : ০৫:৪০ পূর্বাহ্ণ, ২১ জুলাই ২০২২ বৃহস্পতিবার ১৭৬ বার পঠিত
কলাপাড়ার পায়রা সমুদ্র বন্দরের রাবনাবাদ চ্যানেলের ফেয়ারওয়ে বয়া থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগর থেকে ‘এফ বি মা ত্রিপুরা’ মাছ ধরা ট্রলারসহ ১৬ ভারতীয় জেলেকে আটক করেছেন নৌ-বাহিনীর সদস্যরা।
বুধবার (২০ জুলাই) বিকেলে এদেরকে পায়রা বন্দর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করেছে নৌবাহিনীর সদস্যরা। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অভিযোগ দিয়েছে নৌ-বাহিনী।
আটক জেলেরা হচ্ছেন- ট্রলার মাঝি হরলাল দাস (৫০), বিটিশ দাস (৪৮), পংকজ দাস (২৬), রাজা দাস (২২),স্বপন দাস (৪৮), জগবন্ধু দাস(৬২), আপন দাস(৬০), হৃদয় দাস (২৭), দিপক দাস (৩০), সুনিল দাস (৪৭), জয় হরি দাস (৪৫), সত্য লাল দাস (২৫)। এদের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফুলতলী থানার সানকি জাহান এলাকায়। বাকি রনজিৎ দে’র (২৪) দেবীপুরের গুরগুরিয়ায় একবং গোপাল পাল (৩৯), হরিদাস (৩২), সমর দাসের (৫০), বাড়ি নদীয়া জেলার কল্যানী থানার মাঝের চর এলাকায়।
বাংলাদেশে নৌ জাহাজ গোমতী এর অধিনায়ক কমান্ডার মো আরিফ হোসেন (সি) এ এফ ডবিøউ ভি ইউ সি, পি এসসি, বিএন এর নেতৃত্বে ভারতীয় ট্রলার ও জেলেদের আটক করা হয় বলে নৌ বাহিনী কর্তৃপক্ষ নিশ্চিত করছেন।
আটক জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পায়রা নৌ পুলিশ ফাড়ি ইনচার্জ মো. মমিন হোসেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।