রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

র‌্যাংকিংয়ে পেছালেন সাকিব, খালেদ-শান্তর উন্নতি

প্রকাশিত : ০৫:২৪ অপরাহ্ণ, ২৯ জুন ২০২২ বুধবার ২১২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়া টেস্টে ব্যাট-বলে একেবারেই নিষ্প্রভ ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। এ কারণে অলরাউন্ডারদের মধ্যে র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে সাকিব আল হাসানের।

প্রথম ম্যাচে দুই ইনিংসে ফিফটি পাওয়া সাকিব দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে উইকেটশূন্য থাকার পাশাপাশি মোটে ৮ ও ১৬ রান করেন। এর ফলে একধাপ পিছিয়ে গেছেন তিনি। এখন ৩২৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছেন সাকিব।

সাকিবকে তিনে নামিয়ে দুই নম্বর স্থান দখল করেছেন ভারতের অফস্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। তার রেটিং ৩৪১ পয়েন্ট। শীর্ষে থাকা আরেক ভারতীয় রবিন্দ্র জাদেজার নামের পাশে রয়েছে ৩৮৫ রেটিং।

ডিসেম্বরের আগে আর টেস্ট না থাকায় দ্রুত অবস্থার উন্নতি হচ্ছে না সাকিবের।

সেন্ট লুসিয়া টেস্টে দল বাজেভাবে হারলেও নিজের কাজটা ঠিকঠাকই করেন সৈয়দ খালেদ আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ক্যারিয়ারসেরা বোলিংয়ের ছাপও পড়েছে র্যাং কিংয়ে। টেস্ট বোলারদের তালিকায় এগিয়েছেন এ পেসার।

আহামরি কিছু করতে না পারলেও ব্যাটসম্যানদের র্যাং কিংয়ে এগিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান।

দুই টেস্টেই দ্বিতীয় ইনিংসে লড়াকু ফিফটি উপহার দিয়ে ১৪ ধাপ এগিয়ে ৮৪ নম্বরে এসেছেন সোহান। শান্ত ১১ ধাপ এগিয়ে রয়েছেন ৮৮ নম্বরে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT