‘এখন রাশিয়ার সঙ্গে সমঝোতার সময় নয়’
প্রকাশিত : ১০:১৫ অপরাহ্ণ, ২৭ জুন ২০২২ সোমবার ১৮১ বার পঠিত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সমঝোতার সময় সময় এখনও আসেনি, কারণ কিয়েভ এখনও তার অবস্থান মজবুত করতে চাইছে।
সোমবার জার্মানিতে অনুষ্ঠিত জি-৭ জোটের বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে জেলেনস্কি এ কথা বলেন বলে ফরাসি প্রেসিডেন্সির তরফ থেকে জানানো হয়েছে। খবর এএফপির।
জেলেনস্কি ভিডিওলিংকের মাধ্যমে জি-সেভেন শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পর ফরাসি প্রেসিডেন্সি জানায়, প্রেসিডেন্ট জেলেনস্কি খুব স্পষ্ট প্রতিক্রিয়া দিয়েছেন যে এখন আলোচনার সময় নয়। ইউক্রেন আলোচনা করবে যখন আলোচনা করার অবস্থানে থাকবে, অর্থাৎ যখন ইউক্রেন মূলত শক্তির অবস্থান পুনঃপ্রতিষ্ঠিত করবে।
এদিকে, জেলেনস্কি জোটের নেতাদের বলেছেন, তারা যেন এমন ব্যবস্থা নেন, যেন ২০২২ সালের শেষের দিকে শীতকাল শুরু হওয়ার আগেই যেন যুদ্ধ শেষ হয়ে যায়, সে ব্যাপারে ব্যবস্থা নিয়ে জেলেনস্কি জোটের নেতাদের আহ্বা ন জানিয়েছেন বলে বৈঠকের একটি সূত্র জানিয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।