বিশ্বকাপের কাউন্টডাউন ঘড়ি দেখতে পর্যটকদের ভিড়
প্রকাশিত : ০৭:৩৪ পূর্বাহ্ণ, ৯ জুন ২০২২ বৃহস্পতিবার ১৮৫ বার পঠিত
কাতারে ফিফা ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার আর বাকি মাত্র ১৬৯ দিন। আর এই দিন-ক্ষণ গণনার জন্য ফিফা বিশ্বকাপের লোগোর মধ্যে মাস, দিন, ঘণ্টা, মিনিট, সেকেন্ড প্রদর্শিত একটি আধুনিক ঘড়ি স্থাপন হয়েছে রাজধানী দোহার কর্নিশে। ক্ষণগণনা বা কাউন্টডাউনের চমকপ্রদ এই স্থাপনা দর্শনার্থীদের জন্য উন্মোচন করেছে বিশ্ব বিখ্যাত ঘড়ি কোম্পানি হাভলট।
কাতারের রাজধানী দোহার ব্যাস্ততম পর্যটন স্থান আল কর্নিশ। আর এখানে ফিফা ফুটবল বিশ্বকাপ উপলক্ষে প্রতিদিন ঘুরতে আসা পর্যটকদের মনে উৎসবের আমেজ জমাতে ফিফা লোগো সম্বলিত স্ক্রিনে ক্ষণগণনা বা কাউন্টডাউন ঘড়ি স্থাপন করা হয়েছে, যা এখন বেড়াতে আসা পর্যটকদের প্রধান আকর্ষণে রুপ নিয়েছে।
ফুটবলের এই আন্তর্জাতিক আসরে অংশ নেওয়া বিভিন্ন দেশের নাগরিক কাতার ভ্রমণে এসে তাদের নিজ দেশের জাতীয় দলের প্রতি দৃঢ় আস্থা রেখে আগামী বিশ্বকাপ ট্রফি জয়ের আশাবাদী।
বিদেশি পর্যটকের পাশাপাশি কাতারে বসবাসরত অনেক উৎসুক প্রবাসী বাংলাদেশিরাও ঐতিহাসিক এই ঘড়ি এক নজর দেখতে ও ছবি নিতে ভিড় করেন কর্নিশে।
এদিকে, নান্দনিক ক্ষণগণনার এই ঘড়ির সামনে দু-পাশে সারিবদ্ধভাবে উত্তোলন করা হয়েছে বিশ্বকাপে কোয়ালিফাই করা দেশগুলোর পতাকা।
চলতি বছরের নভেম্বরের শেষের দিকে শুরু হবে আন্তর্জাতিক এ ফুটবল আসর।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।