‘লুহানেস্কের ৯৭ ভাগ দখল করেছে রাশিয়া’
প্রকাশিত : ১০:০৫ অপরাহ্ণ, ৭ জুন ২০২২ মঙ্গলবার ১৮৩ বার পঠিত
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু মঙ্গলবার দাবি করেছেন, রুশ সেনারা লুহানেস্কের ৯৭ ভাগ অংশ দখল করেছে।
প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, গুরুত্বপূর্ণ সেভেরোদোনেৎস্ক শহরটির আবাসিক অংশটি দখল করেছেন তারা। এখন বাণিজ্যিক অংশ ও এর আশপাশের অঞ্চল দখল করার চেষ্টায় আছেন।
সের্গেই সোইগু আরও বলেছেন, রুশ সেনারা সেভেরোদোনেৎস্কের ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পোপাসনা পর্যন্ত তাদের আক্রমণের পরিধি বাড়িয়েছেন। তারা এ অঞ্চলের লাইম্যান এবং সোভিয়াতোহিরস্কসহ ১৫টি শহর দখল করেছেন।
রুশ প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার আরও দাবি করেছেন, তারা এখন পর্যন্ত ৬ হাজার ৪৮৯ জন ইউক্রেনীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটক করেছেন। এর মধ্যে গত ৫ দিনে তাদের হাতে আটক হয়েছেন ১২৬ ইউক্রেনীয় সেনা।
তবে তার এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
এদিকে সেভেরোদোনেৎস্কের বাকি অংশগুলো রুশ সেনারা দখল করতে পারলে পুরো লুহানেস্ক রাশিয়ার দখলে চলে আসবে।
বর্তমানে ধীরগতিতে সেভেরোদোনেৎস্ক দখল করার দিকে মনযোগ দিয়েছে রাশিয়া। তবে শহরটিতে বিপুল পরিমাণ গোলা ছুঁড়ছে তারা।
সূত্র: দ্য গার্ডিয়ান
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।