রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ ‘ডিসকাউন্ট তেল’ কিনেছে ভারত
প্রকাশিত : ১০:২৫ অপরাহ্ণ, ৩১ মে ২০২২ মঙ্গলবার ১৮০ বার পঠিত
রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্ট মূল্যে তেল কেনার পরিমাণ বাড়িয়ে দিয়েছে ভারত। পশ্চিমারা রাশিয়ার ওপর কঠের নিষেধাজ্ঞা আরোপ করলেও ভারত তেল কেনা থেকে বিরত হয়নি। খবর সিএনএনের।
মে মাসে ভারতে ৩.৩৬ মিলিয়ন টন রাশিয়ার অপরিশোধিত তেল আসার কথা রয়েছে। ফিন্যান্সিয়াল মার্কেটের ডাটা প্রদানকারী প্রতিষ্ঠান রেফনিটিভি জানিয়েছে এ তথ্য।
২০২১ সালের মে মাসে রাশিয়ার কাছ থেকে ভারত যে পরিমাণ তেল কিনেছিল ২০২২ সালের মে মাসে সেই তেলের পরিমাণ ৯ গুণ বেড়েছে।
ইউক্রেনে রাশিয়া হামলা করার পর সবমিলিয়ে ভারত রাশিয়ার কাছ থেকে ৪.৮ মিলিয়ন মেট্রিক টন অপরিশোধিত তেল কিনেছে।
বর্তমানে বৈশ্বিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১১৯ ডলার। কিন্তু রাশিয়ার কাছ থেকে প্রতি ব্যারেল তেল ৯৫ ডলার কিনছে মোদি সরকার।
দামের তারতম্য হওয়ার কারণ হলো: পশ্চিমারা রাশিয়ার তেল কেনা বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে। এ বছরের শেষে রাশিয়ার কাছ থেকে ৯০ ভাগ তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া ইতিমধ্যেই রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।
সূত্র: সিএনএন
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।