রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

৪৭ বছর বয়সেও খেলবেন মেসি?

প্রকাশিত : ০৯:১১ পূর্বাহ্ণ, ৯ ডিসেম্বর ২০২৩ শনিবার ১২৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

২০২২ বিশ্বকাপ জিতে বিশ্বকাপ অধ্যায়ের সমাপ্তি টেনে দেওয়ার কথা বলেছেন লিওনেল মেসি। তবে এখনো অবসর না নেওয়ায় আর্জেন্টাইন সমর্থকরা তাকে ২০২৬ বিশ্বকাপেও দেখার আশায় প্রার্থনা করছেন। অবুঝ সমর্থকদেরও যেন ছাড়িয়ে গেলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। শুধু ২০২৬ বা ২০৩০ নয়, ২০৩৪ বিশ্বকাপেও মেসিকে দেখতে চান তিনি!

২০৩৪ সালে বিশ্বকাপের শতবর্ষী আসরের সময় আর্জেন্টাইন জাদুকরের বয়স হবে ৪৭ বছর। এই বয়সে বিশ্বকাপে খেলা বাস্তবসম্মত ভাবনা নয়। কিন্তু যুক্তরাষ্ট্রে সাবেকদের একটি প্রদশর্নী ম্যাচ দেখতে গিয়ে মেসির ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে কল্পনার লাগাম ছেড়ে দিয়ে ইনফান্তিনো বলেন, ‘শেষ বিশ্বকাপটা সবাই মনে রাখবে। ২০২৬ বিশ্বকাপ হবে ৪৮ দলের প্রথম আসর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় খেলা হবে। সেটা হবে বিশাল এক সকার পার্টি। এর সাফল্য নিয়ে কোনো সংশয় নেই। আমার আশা, মেসি সেখানে থাকবে। শুধু পরের বিশ্বকাপে নয়, তার পরের আসর এবং ২০৩৪ বিশ্বকাপেও মেসিকে আশা করছি আমি। যতদিন চায় সে খেলে যেতে পারে।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT