৪০০ আসনের হলে তাণ্ডব’র টিকিট বিক্রি মাত্র ২টি
প্রকাশিত : ০৯:৩৩ পূর্বাহ্ণ, ১৫ জুন ২০২৫ রবিবার ৬২ বার পঠিত
লক্ষ্মীপুর আলেকজান্ডার ইউনিয়নে বানী সিনেমা হলের দায়িত্বে রয়েছেন মো.বাসার। সিনেমা হলের সংকটকালীন সময়ে তিনি হলটি ভাড়া নিয়ে চালাচ্ছিলেন। গত ঈদুল ফিতরে শাকিব খানের ‘বরবাদ’ প্রদর্শন করে বেশ লাভের মুখ দেখেছিলেন এই হল ব্যবসায়ী।
ঈদুল আজহায় অনেক আশা নিয়ে উচ্চ রেন্টালে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমা প্রদর্শনের জন্য নেন বাসার। কিন্তু ঈদের দিন থেকেই টিকিট সেল একদমই নেই। ৪০০ সিটের আসনের হলে ঈদের দিন সব শো মিলিয়ে ২৭০ টির মতো টিকিট বিক্রি হয়েছিল। পরদিন থেকেই দর্শক খরায় পড়েছে শাকিব খানের ‘তাণ্ডব’।
শনিবার (১৪ জুন) বেলা ১২ টার শোতে ৪টি টিকিট ৬০০ টাকায় এবং বিকেল ৩ টার শোতে ২টি টিকিট ৩০০ টাকায় বিক্রি হয়েছে। সন্ধ্যার শোতে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো টিকিট বিক্রি হয়নি।
কেন দর্শক নেই জবাবে বাসার বলেন, এই সিনেমায় দর্শক মজা পাচ্ছে না। দর্শক সিনেমা দেখে হতাশ। বরবাদে অনেক টাকা লাভ করেছিলাম। এখন সেই লাভের টাকা বাদেও বাড়ি থেকে টাকা দিয়ে ক্ষতিপূরণ করতে হবে। একদম ‘তাণ্ডব’ চালিয়ে অনেক টাকা লোকসান হয়ে গেছে।
তিনি বলেছিলেন, দর্শক সিনেমাটি একদমই পছন্দ করছে না। এই তো খানিক আগে দেখলাম ‘তাণ্ডব’ হলের সামনে বসে মানুষ মোবাইল ফোনে দেখছে। সিনেমা পাইরেসি হওয়ার কারণেও যে কয় টাকার টিকিট বিক্রি করতে পারতাম সেটাও আর হবে না।
আক্ষেপ করে বাসার বলেন, সারা বছর সিনেমা হলে লস দিতে হয়। ঈদের সময় কিছু টাকা আয় হয়। এবার আর সেটাও হলো না।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।