১৫ বছর পর জিতল বাংলাদেশ, তবে…
প্রকাশিত : ০৫:৫৭ অপরাহ্ণ, ২৪ অক্টোবর ২০২২ সোমবার ১৭০ বার পঠিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলার মতো দল গড়তে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বকাপে অংশ নেওয়া অন্যান্য দলের তুলনায় বাংলাদেশ দলের ব্যাটিংয়ের অবস্থা নড়েবড়ে। এই ব্যাটিং লাইনআপ নিয়ে এশিয়ার উঠতি দল আফগানিস্তানের সঙ্গে জয় পাওয়াও মুশকিল।
তারপরও স্বস্তির পরশ বাংলাদেশ দলে। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান অষ্টম আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।
সোমবার আইসিসির সহযোগি সদস্য দল নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ উইকেটে ১৪৪ রান করেও ৯ রানের জয় পায় বাংলাদেশ। বিশ্বকাপের মূলপর্বে ১৫ বছর পর ফের জয় পেয়েছে টাইগাররা।
২০০৭ সালে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর থেকেই অংশ নিয়ে আসছে বাংলাদেশ। উদ্বোধনী আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল টাইগাররা।
এরপর গত ছয় বিশ্বকাপে শুধু বাছাই পর্বের জয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশ দলকে। ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জয়ের স্বাদ পেল বাংলাদেশ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।