রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

১০ দিনের মধ্যেই নতুন কোচের নাম জানাবে পাকিস্তান

প্রকাশিত : ০৯:২৯ অপরাহ্ণ, ২০ এপ্রিল ২০২৪ শনিবার ১১৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

২০১৭ সালে কোচ মিকি আর্থার আর অধিনায়ক সরফরাজ আহমেদের নেতৃত্বে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয় পাকিস্তান। অথচ দুই বছর পর ইংল্যান্ড বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে মিকি আর্থারকে বিদায় করে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আর সরফরাজ আহমেদকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়াই নয়! জাতীয় দল থেকেই বাদ দিয়ে দেয় পাকিস্তান। দল থেকে বাদ পড়ে যাওয়া সরফরাজ এখনও পাকিস্তান দলে নিয়মিত হতে পারেননি।

মিকি আর্থারের পর পাকিস্তানের কোচ কাম টিম ডিরেক্টরে দায়িত্ব পান দলটির সাবেক অধিনায়ক মিসবাউ-উল হক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে বিশ্বকাজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার রমিজ রাজা দায়িত্ব নেওয়ার পর সেচ্ছায় প্রধান এবং বোলিং কোচের চাকরি ছেড়ে দেন মিসবাহ-উল হক আর ওয়াকার ইউনিস।

গত বছর ভারত বিশ্বকাপের সময়ে মিকি আর্থারকে টিম রিক্টর হিসেবে ফের নিয়োগ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর কোচিং স্টাফের দায়িত্বে থাকা মিকি আর্থার, গ্র্যান্ট ব্র্যাডবার্ন ও অ্যান্ড্র পুটিককে সরিয়ে দেয় পিসিবি।

বিশ্বকাপ শেষে চলতি বছরের শুরুতে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ এবং টিম ডিরেক্টর হিসেবে সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজকে দায়িত্ব দেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ।

কিন্তু নতুন বছরের শুরুতে নতুন করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মহসিন নকভি। তিনি দায়িত্ব নেওয়ার পর দুই মাসের মাথায় কোচের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় মোহাম্মদ হাফিজকে। শুধু তাই নয়, দুই মাসের ব্যবধানে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে। তার পরিবর্তে নেতৃত্বে ফেরানো হয় বিশ্বকাপে দলের বাজে পারফরম্যান্সের কারণে অধিনায়কত্ব হারানোর শঙ্কায় দায়িত্ব ছেড়ে দেওয়া বাবর আজমকে।

প্রতিনিয়ত এমন পরিবর্তনের কারণে পাকিস্তান ক্রিকেটে চাকরির অনিশ্চিয়তায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোচরা পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব নিতে আগ্রহী না। পাকিস্তান ক্রিকেট বোর্ড সম্পতি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক শেন ওয়াটসনকে কোচের প্রস্তাব দেয়। তিনি রেকর্ড পরিমান অর্থের বিনিময়ে কোচের প্রস্তাব পেয়েও রাজি হননি।

শুধু তাই নয়, সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ওয়েষ্ট ইন্ডিজের বিশ্বকাজয়ী সাবেক অধিনায়ক ড্যারেন স্যামিকেও নাকি কোচের প্রস্তাব দিয়েছিল পাকিস্তান। তিনি রাজি হননি। অথচ শেন ওয়াটসন ও ড্যারেন স্যামি দুজনই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দলের কোচের দায়িত্ব পালন করছেন। কিন্তু দেশটির জাতীয় দলের কোচ হতে নারাজ তারা। মূল কারণ চাকরি হারানোর শঙ্কা।

পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে বলেছে চলতি মাসের শেষ দিকে তথা আগামী ১০ দিনের মধ্যেই নতুন কোচের নাম প্রকাশ করবে পিসিবি। প্রতিবেদনে বলা হয়েছে- দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান গ্যারি কারস্টেন ও অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিকে নতুন প্রধান কোচ হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

কারস্টেন হতে পারে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোচঅ। আর গিলেস্পিকে দেওয়া হতে পারে পাকিস্তানের টেস্ট দলের দায়িত্ব। তাদের সঙ্গে দীর্ঘদিনের চুক্তি হওয়ার পর কোচ নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেবে পিসিবি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT