রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সাকিবের পাশে দুই সাবেক

প্রকাশিত : ০৮:২৫ পূর্বাহ্ণ, ৭ নভেম্বর ২০২৩ মঙ্গলবার ১৪৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিশ্বকাপ এতদিন তেমন জমে ওঠেনি। ইতোমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া বাংলাদেশ ও শ্রীলংকা ম্যাচের উত্তেজনা এখন তুঙ্গে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ‘টাইমড আউটে’র আবেদন করলেও, বিষয়টি ক্রিকেট চেতনার পরিপন্থি বলে মনে করেন সাবেক ক্রিকেটারদের অনেকেই।

শুধু দুজন সাকিবকে সমর্থন জানিয়েছেন। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন বলেন, ‘সবাই স্পিরিট অব দ্য গেম ভাঙে নিয়মিত। ৫০ ওভারের ক্রিকেটে আপনার হাতে দুই মিনিট থাকে প্রথম বলটা খেলার জন্য। ক্রিজে গিয়ে অভিজ্ঞ ক্রিকেটার হিসাবে ম্যাথিউসের মাথায় থাকার কথা ছিল আমাকে প্রথম বলটা খেলতে হবে।’ লঙ্কান ক্রিকেটার বুদ্ধিমানের পরিচয় দেননি বলে মত ভনের, ‘তার হেলমেটের ফিতা ছিঁড়ে গিয়েছিল আসলেই, কিন্তু ওর আরেকটু বুদ্ধিমান হওয়া উচিত ছিল।

ও সাকিবকে খেলছিল, কিন্তু ফিতা ছেঁড়ায় আঘাত পাওয়ারও আশঙ্কা ছিল। তবুও ও প্রথম বলটা ডিফেন্ড করে এরপর হেলমেট বদলাতে পারত। তাহলেই সমস্যা হতো না।’ নিয়ম মেনে সাকিবের আবেদন করার অধিকার আছে বলে মত সাবেক এই ইংলিশ ক্রিকেটারের, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলছে, সে স্পিরিট অব দ্য গেমের বিরুদ্ধে গেছে। কিন্তু আইনের মধ্যেই আছে এটা।’

একই অনুষ্ঠানে সাইমন ডৌল বলেন, ‘ম্যাথিউস সাকিবের কাছে যেতে পারত, গিয়ে বলতে পারত আমার ফিতাটা ছিঁড়ে গেছে। আমি কি এক-দুই মিনিট পেতে পারি।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT