শেষের পথে তমা ও নিশোর সুড়ঙ্গের শুটিং
প্রকাশিত : ০৭:৩৩ পূর্বাহ্ণ, ১১ এপ্রিল ২০২৩ মঙ্গলবার ১৫৭ বার পঠিত
নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এখন সিনেমা নিয়ে ব্যস্ত। প্রথমবার সিনেমায় অভিনয় করছেন তিনি। নাম ‘সুড়ঙ্গ’। এ সিনেমার শুটিংয়ের জন্য ঈদের কোনো নাটকে কাজ করেননি তিনি।
সিলেটে প্রথম লটের পর কিছুদিন বিরতি দিয়ে চট্টগ্রামে দ্বিতীয় শুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন এ অভিনেতা। এ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা তমা মির্জা।
প্রথম লটের শুটিং শুরু হয় গত ৪ মার্চ। শুটিং টানা চালিয়ে নেওয়ার কথা ছিল। তবে লোকেশন ভিন্নতার জন্য মাঝে দিনকয়েক গ্যাপ দিতে হয়েছে বলে নির্মাতা জানিয়েছেন। এদিকে প্রচণ্ড গরমের মধ্যেই এ সিনেমার শুটিং করছেন বলে জানিয়েছেন তমা।
তিনি বলেন, ‘সুরঙ্গ নিয়ে এখনো ব্যস্ত আছি। অনেক গরমের মধ্যেও টানা কাজ করছি। শুটিং প্রায় শেষের দিকে। একটি ভালো কাজের জন্য এই পরিশ্রম খুব একটা গায়ে লাগছে না। চেষ্টা করছি আমরা সবাই মিলে একটি ভালো প্রোডাকশন দর্শকদের উপহার দিতে।’
চট্টগ্রামে ১৩ এপ্রিল পর্যন্ত শুটিং চলবে বলে জানিয়েছেন তমা। এরপর অল্প কিছু প্যাচওয়ার্ক বাকি থাকবে। তবে সিনেমাটি কবে নাগাদ মুক্তি পাবে এ বিষয় কিছু বলতে পারেননি তিনি। এ সিনেমা ছাড়াও তমা অভিনীত কয়েকটি ওয়েব সিরিজ আসছে ঈদে মুক্তি পাবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।