রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শাকিবের তাণ্ডবে সিয়াম ও নিশোর বাজিমাৎ

প্রকাশিত : ১০:৩১ পূর্বাহ্ণ, ১০ জুন ২০২৫ মঙ্গলবার ১১১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঈদ মানেই এখন যেন প্রেক্ষাগৃহে শাকিব খানের রাজত্ব। এ বছর তার অভিনীত ‘তাণ্ডব’ মুক্তি পেয়েই দেশের প্রায় প্রতিটি সিনেমা হলে চলছে হাউজফুল শো। প্রথম দিনের প্রতিক্রিয়ায় বোঝা গেল—দর্শকদের হৃদয়ে দাগ কেটেছে ছবি, আর প্রেক্ষাগৃহে চলছে তারই প্রতিফলন।

মেগাস্টার শাকিবের উপস্থিতি তো বটেই, সঙ্গে ক্যামিও চরিত্রে হাজির হয়ে বাজিমাৎ করেছেন বর্তমান সময়ের দুই জনপ্রিয় মুখ—আফরান নিশো ও সিয়াম আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন প্রশংসার ঢেউ। কেউ বলছেন, ছবিতে শাকিব খান ছিলেন দুর্দান্ত; আবার কেউ বলছেন, ভিন্নধর্মী লুক, সংলাপ আর ঝাঁজালো উপস্থিতি দিয়ে ক্যামিও হলেও ‘মেন অফ দ্য ম্যাচ’ ছিলেন নিশো ও সিয়াম।

ছবির মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই দর্শকদের অভাবনীয় সাড়া ভেসে বেড়াচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবজুড়ে। এমন প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত নির্মাতা রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিল এবং অভিনয়শিল্পী জয়া আহসান ও সাবিলা নূর নিজেরাই ছুটে গেছেন বিভিন্ন হলে, দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে।

দর্শকের চাহিদা ও উন্মাদনার মাত্রা এতটাই বেড়েছে যে, ‘তাণ্ডব’ টিম সিদ্ধান্ত নিয়েছে বাড়ানো হবে শো সংখ্যা। শনিবার বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পরিচালক রায়হান রাফী জানান, “সিঙ্গেল স্ক্রিনে যেমন ‘তাণ্ডব’ দাপট দেখাচ্ছে, তেমনি সিনেপ্লেক্সের প্রতিটি শাখায় চলছে হাউজফুল শো। এমনকি সিনেপ্লেক্সেও দর্শকের ভিড় দেখে মনে হচ্ছে, এটি কোনো একক পর্দার হল!”

তিনি আরও জানান, “ঈদের প্রথম তিন দিনের আগাম টিকিট প্রায় শেষ হয়ে গেছে। এমন অভাবনীয় সাড়া আমরা প্রত্যাশাও করিনি।”

প্রযোজক শাহরিয়ার শাকিল আশাবাদী, ‘তাণ্ডব’ সিনেপ্লেক্স ইতিহাসে অন্যতম সর্বোচ্চ সংখ্যক শো-এর সিনেমা হিসেবে জায়গা করে নেবে। তার ভাষায়, “দেশজুড়ে ১৩৯টি প্রেক্ষাগৃহের মধ্যে ১৩৩টিতে ‘তাণ্ডব’ মুক্তি পেয়েছে। সব জায়গা থেকেই প্রশংসার বন্যা বইছে। শুধু প্রথম দিনেই সিনেপ্লেক্সে ২৮টি শো হয়েছিল, দ্বিতীয় দিন থেকে বাড়িয়ে তা ৩৫টি করা হচ্ছে।”

রায়হান রাফীর পরিচালনায় তৈরি এ ছবিতে শাকিব, জয়া আহসান ও সাবিলা নূরের পাশাপাশি অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকী, এফএস নাঈমসহ আরও অনেকে। প্রযোজনায় রয়েছে ভারতের এসভিএফ এবং বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় ছিল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং সহযোগিতায় দীপ্ত।

সব মিলিয়ে বলা যায়—ঈদের প্রেক্ষাগৃহে ‘তাণ্ডব’ শুধু শাকিবেরই নয়, বাংলা সিনেমারও।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা। বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা। ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস। মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও। পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান। ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ। বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি। নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে। সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন। প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT