বুধবার ২৯ অক্টোবর ২০২৫, ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

লিটনদের ভারত পরীক্ষা আজ

প্রকাশিত : ০৮:২৯ পূর্বাহ্ণ, ২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার ৩৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর লিটন দাসদের ফাইনালে ওঠার সমীকরণ বেশ সহজই বলা চলে। তবে সহজটা আবার কঠিনও বটে। ফাইনালে ওঠার লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় সূর্যকুমার যাদবদের মুখোমুখি হবেন লিটনরা। ম্যাচটি জিতলেই সবার আগে ফাইনাল নিশ্চিতের সুযোগ থাকবে লিটনদের। অন্যথায় অপেক্ষা করতে হবে আগামীকাল পাকিস্তান ম্যাচের দিকেও।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পরদিন আবার খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে। এমন সূচিতে খেলা কঠিন বলে মনে করেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ব্যাক টু ব্যাক টি-টোয়েন্টি খেলা খুবই কঠিন, ওয়ানডে খেলাও। এটা আদর্শ কিছু না। কিন্তু আমরা প্রস্তুত আছি। সত্যি বলতে, অনুশীলনে আমরা কঠোর পরিশ্রম করেছি। আমি মনে করি, ছেলেরা পরপর ম্যাচ খেলার জন্য যথেষ্ট ফিট। তবে কোনো দলের জন্যই ব্যাক টু ব্যাক টি-টোয়েন্টি খেলা ফেয়ার না। এটা মানুষের ধারণার চেয়েও কঠিন।’

দুবাইর উইকেট নিয়ে তিনি বলেন, ‘৪০ ওভারের খেলায় উইকেটে আমি খুব বেশি পার্থক্য দেখিনি। বেশ কয়েকদিন ধরে যা দেখছি, তাতে আমার মনে হয় এটা এখানকার অন্যতম সেরা উইকেট। আমি মনে করি, গত ম্যাচেও এটাই প্রমাণ করেছে। সত্যি বলতে, উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। এজন্য বোলারদের কাজটা ঠিকঠাকভাবে করতে হয়েছে। আমি মনে করি, টসের খুব বেশি প্রভাব আছে।’ টস যে প্রভাব ফেলে, তা শ্রীলঙ্কা ম্যাচেও দেখা মিলেছে। এবার ভারত ম্যাচে লিটনদের আসল পরীক্ষাটাই দেখার অপেক্ষায়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT