রাশিয়ার ওপর আরও যেসব নিষেধাজ্ঞা চান জেলেনস্কি
প্রকাশিত : ১০:৪৯ অপরাহ্ণ, ২৩ মে ২০২২ সোমবার ২০১ বার পঠিত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সোমবার বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখেন।
সুইজারল্যান্ডের দাভোসে অর্থনৈতিক ফোরামে জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ওপর সর্বোচ্চ নিষেধাজ্ঞা দিতে হবে।
ইউক্রেনে হামলা করার পর রাশিয়ার ওপর অনেক নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। কিন্তু জেলেনস্কি বলেছেন, রাশিয়ার আগ্রাসন থামাতে হলে তাদের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।
জেলেনস্কি বলেছেন এখন রাশিয়ার তেলের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা দিতে হবে।
রাশিয়ার সকল ব্যাংককে বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থা থেকে বের করে দিতে হবে। কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না।
রাশিয়ার আইটি কোম্পানিগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে।
রাশিয়ার সঙ্গে কোনো প্রকার ব্যবসা বাণিজ্য করা যাবে না।
ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার বদলে ইউক্রেনে বিনিয়োগ করার জন্য বৈশ্বিক নেতাদের প্রতি আহ্বান জানান।
জেলেনস্কি অর্থনৈতিক ফোরামে বলেন, আমরা বিশ্বের প্রতি অনুরোধ করছি তারা যেন এমন নজির স্থাপন করেন যে, প্রতিবেশী দেশে আক্রমণ করলে কি হাল হয়।
জেলেনস্কি আরও বলেছেন, বিশ্বে রাশিয়ার সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে সেগুলো ইউক্রেন পুনর্গঠনের কাজে ব্যবহার করা যেতে পারে।
তিনি জানিয়েছেন, রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ও ইউক্রেন পুনর্গঠন করতে তাদের প্রতি মাসে ৫ বিলিয়ন ডলার প্রয়োজন।
সূত্র: দ্য গার্ডিয়ান, আল জাজিরা
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।