যুদ্ধবিরতি শেষ হতে না হতেই ইউক্রেনে রাশিয়ার হামলা
প্রকাশিত : ০৭:২৪ অপরাহ্ণ, ৮ জানুয়ারি ২০২৩ রবিবার ১৪৭ বার পঠিত
রাশিয়ার ৩৬ ঘণ্টার ঘোষিত যুদ্ধবিরতি শেষ হওয়ার পরই রোববার মধ্যরাতে ইউক্রেনে হামলা করেছে রুশ সামরিক বাহিনী। এ হামলায় একজনের প্রাণ গেছে। খবর দ্য গার্ডিয়ানের।
টানা প্রায় ১১ মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ এ সময়ে কোনো যুদ্ধবিরতি হয়নি। এমনকি বড়দিনের উৎসবের সময়েও না। এ পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ আকস্মিকভাবেই গত বৃহস্পতিবার ইউক্রেনে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দেন।
তিনি সেনাদের নির্দেশ দেন, তারা যেন ৬ ও ৭ জানুয়ারি ইউক্রেনে হামলা চালানো থেকে বিরত থাকেন। মূলত রাশিয়া ও ইউক্রেনে বসবাসরত অর্থোডক্স খ্রিস্টান ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে বড়দিন পালন করতে পারেন- সেটি নিশ্চিত করতেই এ যুদ্ধবিরতির ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট।
তবে ইউক্রেন এ যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে। ভ্লাদিমির পুতিনের এ সিদ্ধান্তকে ‘কৌশলগত চক্রান্ত’ বলেও আখ্যায়িত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।