ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে শাস্তির মুখে লংকান তারকা
প্রকাশিত : ০৮:৪৮ অপরাহ্ণ, ১৪ আগস্ট ২০২৩ সোমবার ১৩২ বার পঠিত
শ্রীলংকার সাবেক তারকা ক্রিকেটার সচিত্র সেনানায়েকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে।
অভিযোগ প্রমাণিত হলে তার কঠিন শাস্তি হতে পারে। যে কারণে তাকে আগামী তিন মাস দেশ না ছাড়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সেনানায়েকের বিরুদ্ধে অভিযোগ অবশ্য নতুন নয়। এর আগে ২০২০ সালে লংকান প্রিমিয়ার লিগের কয়েকটি ম্যাচ গড়াপেটা করার চেষ্টার অভিযোগ উঠেছিল।
৩৮ বছর বয়সি সেনানায়েকের বিরুদ্ধে অভিযোগ- দুই ক্রিকেটারকে ফোনে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন। লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর তার বিরুদ্ধে তদন্ত শুরু করে শ্রীলংকান পুলিশ।
আদালতে চার্জশিট জমা দেওয়ার পর শুরু হয়েছে শুনানি। সেই মামলায় কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট সোমবার সেনানায়েকের দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।
সেনানায়েক দেশের হয়ে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত একটি টেস্ট, ৪৯টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭৮টি উইকেট শিকার করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।