মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের জমজমাট উদ্বোধন
প্রকাশিত : ০৮:১২ অপরাহ্ণ, ২৭ আগস্ট ২০২৩ রবিবার ১৩১ বার পঠিত
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৪ অক্টোবর বিশ্বকাপের জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্রের বরাত দিয়ে ক্রিকবাজ দিয়েছে এই খবর।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৯ নভেম্বর বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিকেট স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ফাইনাল।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আসরে অংশ নেওয়া দশ দলকে পরিচয় করিয়ে দেওয়া হবে। দশ অধিনায়ককে নিয়ে থাকবে বিশেষ পর্ব। উপস্থিত থাকবেন আইসিসির নির্বাহী সদস্যরা। এছাড়া বিশ্বকাপে অংশ নেওয়া বোর্ডের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
এছাড়া বিশ্বকাপে অংশ নেয়া দেশগুলোর বিনোদন জগতের তারকারা বিশেষ করে বলিউডের তারকারা নাচে-গানে মাতাতে পারেন বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের আগেই বেশ কিছু জমজমাট ম্যাচ দেখার সুযোগ পাবেন ক্রিকেট ভক্তরা। ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড-পাকিস্তানের ম্যাচ আছে, ৩০ সেপ্টেম্বর ভারত-ইংল্যান্ড ও ২ অক্টোবর বাংলাদেশ-ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।