রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মেসিকে বেকহামের স্ত্রীর ‘চুমু’

প্রকাশিত : ০৮:১১ পূর্বাহ্ণ, ১৪ আগস্ট ২০২৩ সোমবার ১৫৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইন্টার মায়ামিতে সময়টা ভালোই যাচ্ছে লিওনেল মেসির। মাঠের পারফরম্যান্স তো রয়েছেই, এ ছাড়া সময়টা বেশ উপভোগ করছেন তিনি। আর্জেন্টাইন তারকা ফুটবলারকে চুমু ছুড়েছেন ডেভিড বেকহামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহাম।

মায়ামির বিখ্যাত গেক্কো স্টেডিয়ামে গত রাতে হয়েছে ডিনার পার্টি। ডিনার পার্টিতে লিওনেল মেসি, জর্দি আলবা, সার্জিও বুসকেতসরা সবাই সস্ত্রীক এসেছেন। সদ্য ইন্টার মায়ামিতে আসা তারকা ফুটবলারদের অনুষ্ঠান হয়েছে বেশ জাঁকজমকপূর্ণ। ইন্টার মায়ামির সহস্বত্বাধিকারী বেকহাম ও তাঁর স্ত্রী ভিক্টোরিয়াও ছিলেন। অনুষ্ঠানে অনেক ছবি তোলা হয়েছে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করেছেন ভিক্টোরিয়া। বেকহামের স্ত্রী রসিকতা করে লিখেছেন, ‘মায়ামিকে আমি ভালোবাসি। গত রাতে অনেক মজা হয়েছে। ডেভিড বেকহাম, আন্তোনেলা রোকুজ্জো, লিও মেসিকে চুমু।’

এখন পর্যন্ত ইন্টার মায়ামির হয়ে ৫ ম্যাচ খেলে ৮ গোল করেছেন মেসি এবং ১ গোলে অ্যাসিস্ট করেছেন। সব ম্যাচই তিনি খেলেছেন লিগ কাপে। যার মধ্যে ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামির হয়ে অভিষেক ম্যাচে শেষ মুহূর্তের ফ্রি কিকে গোল করেন মেসি। এরপর টানা তিন ম্যাচে দুটি করে গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। বুধবার ফিলাডেলফিয়ার বিপক্ষে লিগ কাপের সেমিতে খেলবে মায়ামি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT