রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মুম্বাইয়ের মাঠে আজ দেখা যাবে কি লিটনকে

প্রকাশিত : ০৪:১৫ অপরাহ্ণ, ১৬ এপ্রিল ২০২৩ রবিবার ১৫২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দুই হার ও দুই জয়ের পর কলকাতা নাইট রাইডার্সের সামনে মুম্বাই ইন্ডিয়ান্স। আজ বিকাল ৪টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। চলমান আইপিএলে এটি কলকাতার পঞ্চম ম্যাচ। এদিন, একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে কলকাতার।

কলকাতা এবার দলে নিয়েছে টাইগার ক্রিকেটার লিটন কুমার দাসকে। কিন্তু টুর্নামেন্টে এখনও অভিষেক হয়নি তার। দলের আগের ম্যাচগুলোতে ভালো করতে না পারায় মুম্বাইয়ের বিপক্ষে বাদ পড়তে পারেন দলটির আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। তার পরিবর্তে সুযোগ মিলতে পারে লিটনের।

এই ম্যাচে মাঠে নামার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় এক বার্তা দিয়েছেন কলকাতার টাইগার ওপেনার লিটন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে কেকেআরের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন লিটন। যার ক্যাপশনে তিনি লেখেন, ‘নাইট রাইডার্স আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত!’

অবশ্য ম্যাচের দিন লিটনের এমন পোস্টে কেকেআরের একাদশে থাকার স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। তবে বাংলাদেশি সমর্থকদের মনে কিছুটা আশার আলো তৈরি হয়েছে। এমনটা হলে রোহিতদের বিপক্ষেই কেকেআরের ম্যাচ জার্সি প্রথমবার গায়ে তুলবেন লিটন।

এদিকে ক্রিকেটের দুই জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো ও ক্রিকবাজ তাদের সম্ভাব্য একাদশে লিটনকে রাখেনি। তবে সবকিছুই নির্ভর করছে দলের ম্যানেজমেন্টের ওপর। লিটন আজকের একাদশে সুযোগ পায় কিনা সেটা জানতে হয়তো টস পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশি ভক্তদের। এদিন, রাসেলের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে ডেভিড উইজকে।

কলকাতার সম্ভাব্য একাদশ: লিটন দাস/ জেসন রয়, নারায়ন জগদীশন, নীতিশ রানা (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল/ডেভিড উইজ, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী ও সুয়াশ শর্মা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT