বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মাইলস্টোন ট্র্যাজেডিতে কাঁদছে ক্রিকেটাররাও

প্রকাশিত : ০৭:৪৮ পূর্বাহ্ণ, ২২ জুলাই ২০২৫ মঙ্গলবার ৫৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে গোটা দেশ এক গভীর বিষাদের আবরণে ঢেকে গেছে। নিহতের সংখ্যা বেড়ে ১৯ হয়েছে, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আর এই বেদনাদায়ক ঘটনার প্রতিক্রিয়া দেখা গেছে দেশের ক্রিকেট অঙ্গনেও। জাতীয় দলের অনেক ক্রিকেটারই তাদের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন শোক ও সমবেদনা।

সবার আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন কলেজের সকলের জন্য প্রার্থনা।’ সংক্ষিপ্ত অথচ গভীর অনুভূতির প্রকাশ ঘটেছে তার বার্তায়।

টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যারা এই মর্মান্তিক ঘটনার শিকার হয়েছেন, তাদের জন্য প্রার্থনা ও সমবেদনা। সান্ত্বনা ও শক্তি পৌঁছাক প্রত্যেকের পরিবারে।’

মাইলস্টোন দুর্ঘটনায় ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান বলেন, ‘মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার মর্মান্তিক খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। সবার প্রতি আমার প্রার্থনা ও সহানুভূতি।’

একই সুরে নিজের ব্যথা প্রকাশ করেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। সাবেক এই অধিনায়ক লিখেছেন, ‘উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় আমরা সবাই খুবই ব্যথিত। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমাদের শোক ও সহানুভূতি। আহতদের সুস্থতার জন্য দোয়া করি। আসুন সবাই প্রার্থনায় শামিল হই—হে আল্লাহ, আমাদের রক্ষা করুন।’

এছাড়া তাসকিন আহমেদ তার পোস্টে উল্লেখ করেন, ‘মাইলস্টোন কলেজের উপর ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাই যেন আল্লাহর রহমতে শান্তি ও সুস্থতা ফিরে পান।’

অলরাউন্ডার আফিফ হোসেন লিখেছেন, ‘এই হৃদয়বিদারক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য দোয়া। আল্লাহ যেন শিশুদের রক্ষা করেন।’

পেসার শরিফুল ইসলাম অনুভব করেছেন জাতীয় স্তরের শোক, তিনি লিখেছেন, ‘একটি স্কুল, শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়, আর সেখানে এমন ভয়াবহতা—এটা কেবল একজনের কষ্ট নয়, পুরো জাতির।’

আরও যারা শোকবার্তা দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, নাসির হোসেন, আকবর আলী, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, শামসুর রহমান শুভ ও রুবেল হোসেন। প্রত্যেকেই নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার প্রার্থনা করেছেন।

এছাড়া কেউ কেউ সাহায্য ও সচেতনতার বার্তাও দিয়েছেন। যেমন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী লিখেছেন, ‘দয়া করে অযথা হাসপাতাল বা রাস্তায় গিয়ে চিকিৎসা বা উদ্ধারকাজে বিঘ্ন ঘটাবেন না।’

এই মর্মান্তিক দুর্ঘটনায় কেবল শিক্ষাঙ্গন নয়, দেশের ক্রীড়াঙ্গনও কেঁপে উঠেছে। ক্রিকেটারদের হৃদয়স্পর্শী শোকবার্তাগুলো যেন পুরো জাতির ব্যথাকে ভাষা দিয়ে যাচ্ছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT