রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের লড়াইয়ে কে সেরা, পাপন না মাশরাফি

প্রকাশিত : ০৬:৫৯ পূর্বাহ্ণ, ১০ জানুয়ারি ২০২৪ বুধবার ১২৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পেশাদার ক্রিকেট থেকে অবসরের আগেই সংসদ সদস্য হয়ে গেছেন জাতীয় দলের সাবেক ও বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান।
নড়াইল-২ আসন থেকে এ নিয়ে দ্বিতীয়বার সংসদ সদস্য হলেন সাবেক সফল অধিনায়ক মাশরাফি। মাগুরা-১ আসন থেকে প্রথমবার অংশ নিয়ে এমপি হলেন সাকিব আল হাসান।

অতীতের মতো এবার কিশোরগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হয়েছেন তারা। এই তিন তারকার মধ্যে ভোটের লড়াইয়ে কে সেরা একটেু দেখে নেয়া যাক-

কিশোরগঞ্জ-৬ আসনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পেয়েছেন ১৯৮১৫৫ ভোট।

নড়াইল-২ আসনে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা পেয়েছেন ১৮৯১০২ ভোট।

মাগুরা-১ আসন থেকে প্রথমবার প্রার্থিতা করা জাতীয় দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান পেয়েছেন ১৮৫৩৮৮ ভোট।

মোট ভোটারের শতকরা হারে এগিয়ে মাশরাফি। সাকিব এক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে।

কিশোরগঞ্জ-৬ সংসদীয় এলাকায় মোট ভোটার ৩৯৯২৪৪ জন। নাজমুল হাসান পাপনের ভোট পাওয়ার হার ৪৯.৭ শতাংশ।

নড়াইল-২ আসনে ৩৬৫৭৩৭ ভোটারের মধ্যে মাশরাফিকে ভোট দিয়েছেন ৫১.৭০ ভাগ ভোটার।

আর সাকিবকে নির্বাচিত করতে আসনের ৪৬ শতাংশ ভোটার ভোট দিয়েছেন নৌকায়, যে আসনে মোট ভোটার ৪ লাখ ৪৯১ জন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT