রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভিডিওতে ইমরানকে না রাখায় পিসিবিকে যা বললেন ওয়াহাব রিয়াজ

প্রকাশিত : ০৫:০৭ অপরাহ্ণ, ১৭ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার ১৩২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একটি ভিডিও প্রথম প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ভিডিও পাকিস্তানের গুরুত্বপূর্ণ ঘটনা দেখানোর পাশাপাশি অনেক লিজেন্ড ক্রিকেটারকে দেখা গেলেও সেখানে দেখা মেলেনি দেশটির একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে।

এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ বিষয়ে এবার মুখ খুললেন পাকিস্তান ক্রিকেট থেকে অবসর নেওয়া পেসার ওয়াহাব রিয়াজ।

বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেওয়ার আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিডিও থেকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে বাদ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি দেশটির গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন: জয় হলো ওয়াসিম আকরামের, পিসিবির নতুন ভিডিওতে ইমরান খান

অভিজ্ঞ সাবেক পেসার ওয়াহাব রিয়াজ বলেন, শৈশবে ইমরান খান, ওয়াসিম আকরাম, ইউনিস খানের মতো ক্রিকেটারদের খেলা দেখে অনুপ্রাণিত হয়ে ক্রিকেট খেলা শিখেছি। তাদের অনুপ্রেরণায় আজ এই জায়গায় এসেছি।

তিনি বলেন, তারা ছিল আমাদের আদর্শ। তাদের কারণেই আমরা ক্রিকেট খেলতে শুরু করেছি। আমরা কখনই ‘৯২ সালের বিশ্বকাপ ভুলতে পারি না। আমরা কখনই অধিনায়ককে ভুলতে পারি না। ইমরান খান পাকিস্তানকে প্রথম বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন। তাকে বাদ দিলে পাকিস্তান ক্রিকেটের ইতিহাস বাদ দেওয়া হয়।

রিয়াজ বলেন, ক্রিকেটার হিসেবে ইমরান খানের মর্যাদা সবসময়ই থাকবে। আমরা সবসময় তাকে আদর্শ হিসেবে সন্মান করি এবং ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি তরুণ প্রজন্মও এসব তারকাকে আদর্শ গ্রহণ করবে।

এ ছাড়া পাকিস্তানের তথা ক্রিকেট ইতিহাসেরই সেরা অধিনায়ক ও অলরাউন্ডারদের একজন ইমরান খানকে ভিডিওতে না রাখায় প্রবল সমালোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ওয়াসিম আকরাম তো কড়া সমালোচনা করে ভিডিও মুছে ক্ষমা চাইতে বলেছেন পিসিবিকে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT