সোমবার ০৩ নভেম্বর ২০২৫, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ গণভোট ইস্যুতে মুখোমুখি বিএনপি-জামায়াত ◈ শাহজালালে যাত্রীর পাকস্থলীতে মিলল ৬৩৭৮ ইয়াবা ◈ চলতি বছর স্বর্ণের দাম বেড়েছে ৫০ বার, কমেছে কত বার? ◈ সকাল ৯টার মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ বিএনপির একজন নেতার চাঁদাবাজির টাকা দিয়েই গণভোট আয়োজন সম্ভব: পাটওয়ারী ◈ ঢাকায় জুলাইযোদ্ধা শাফিনের রহস্যজনক মৃত্যু ◈ জামায়াত নিষিদ্ধে আলালের বক্তব্যে প্রতিক্রিয়া জানালেন আবদুল হালিম ◈ বিএনপি ও জামায়াতের মধ্যে বোঝাপড়া হচ্ছে বলে শুনতে পাচ্ছি: পাটওয়ারী ◈ জামায়াত-বিএনপি ও এনসিপির কাঠামোর মধ্যে নির্বাচন সম্ভব নয়: জাপা মহাসচিব ◈ নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত

ভারত-পাকিস্তান দুদলেরই আরেক প্রতিপক্ষ বৃষ্টি!

প্রকাশিত : ০৮:২২ পূর্বাহ্ণ, ১০ সেপ্টেম্বর ২০২৩ রবিবার ১৪৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভেজা গোলা-বারুদে যুদ্ধ কখনো জমে না। বৃষ্টির উপদ্রবে এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের চিরন্তন উত্তাপে যেন ভাটার টান।

ক্রিকেটের এল ক্লাসিকোর দ্বিতীয় পর্বের আগে ব্যাট-বলের লড়াই ছাপিয়ে আলোচনায় বৃষ্টি। পাল্লেকেলেতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর গ্রুপপর্বের ম্যাচ মাঝপথে পরিত্যক্ত হয়েছিল। আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরের মহারণে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান।

ম্যাচের সময় কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা ৭৫ থেকে ৯৬ শতাংশ। ঝড় ও বজ পাতের আশঙ্কাও রয়েছে। তবে রিজার্ভ ডে থাকায় এবার ফলের আশা করাই যায়। সুপার ফোরে শুধু এই একটি ম্যাচেই রিজার্ভ ডে রাখা হয়েছে। সোমবারও অবশ্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপরও দুদিন মিলে হলেও ম্যাচ শেষ করা যাবে বলে আশা করা হচ্ছে।

আবহাওয়া ও কন্ডিশনের ওপর কারও নিয়ন্ত্রণ না থাকায় দুদলেরই মনোযোগ বাইশ গজের লড়াইয়ে। পাকিস্তানের তিন গতিময় পেসার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফকে সামলানোর উপায় খুঁজতে ব্যস্ত ভারত। শেষ তিন ম্যাচে এ তিনজন মিলে নিয়েছেন ২৩ উইকেট।

গ্রুপপর্বের লড়াই বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার আগে শাহিন আফ্রিদির তোপের মুখে ভারত গুটিয়ে গিয়েছিল ২৬৬ রানে। সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে সাত উইকেটে হারানো পাকিস্তান আজ জিতলে ফাইনালে এক পা দিয়ে রাখবে।

অন্যদিকে জয় দিয়ে সুপার ফোর পর্ব শুরু করতে ভারত নামছে সর্বশক্তি নিয়ে। চোট কাটিয়ে প্রায় চার মাস পর একাদশে ফিরছেন ভারতের এক নম্বর কিপার-ব্যাটার লোকেশ রাহুল। বাবা হওয়ার পর শ্রীলংকায় ফিরে দলে যোগ দিয়েছেন পেস আক্রমণের নেতা জাসপ্রিত বুমরাও। এবারের এশিয়া কাপে এখনো বোলিং করার সুযোগ পাননি তিনি।

নিজেদের দিনে বুমরা, সিরাজ, শামিরাও গুঁড়িয়ে দিতে পারেন যে কোনো দলকে। তবে ফর্মের বিচারে এগিয়ে থাকবেন পাকিস্তানের পেসারত্রয়ী। ভারতের তরুণ ওপেনার শুবমান গিলও এ তিনজনকেই সবচেয়ে বড় হুমকি মনে করছেন, ‘তারা তিনজন ভিন্ন ধরনের হুমকি।

তিনজনেরই বিশেষত্ব আছে। শাহিন অনেক সুইং করাতে পারে। নাসিম ও রউফের শক্তি গতি। আশা করি, আগের ম্যাচের অভিজ্ঞতা থেকে এবার আরও ভালোভাবে তাদের সামলাতে পারব।’

ওয়ানডে র‌্যাংকিংয়ের এক নম্বর দল পাকিস্তানের ব্যাটিংও এখন আগের মতো নড়বড়ে নয়। অধিনায়ক বাবর আজম আছেন স্বপ্নের ফর্মে।

গত আড়াই মাস শ্রীলংকায় নিয়মিত খেলায় আজকের ম্যাচে নিজেদের একটু হলেও এগিয়ে রাখছেন বাবর, ‘গত দুই-আড়াই মাসে শ্রীলংকায় আমরা টেস্ট খেলেছি, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং এলপিএল খেলেছি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রশ্নে তাই ভারতের চেয়ে একটু হলেও এগিয়ে থাকবে পাকিস্তান।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT