ভারতে ঊর্ধ্বমুখী করোনা, একদিনে শনাক্ত বাড়ল ১৩ শতাংশ
প্রকাশিত : ০৪:০১ অপরাহ্ণ, ৭ এপ্রিল ২০২৩ শুক্রবার ১৪৯ বার পঠিত
ভারতে একদিনেই ছয় হাজার ৫০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা আগের দিনের তুলনা ১৩ শতাংশ বেশি। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮ হাজার ৩০৩ জনে।
এদিন করোনায় প্রাণ হারিয়েছেন আরও ১৪ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হলো পাঁচ লাখ ৩০ হাজার ৯৪৩ জনের।
শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৩৩৪ জনকে টিকা দেওয়া হয়েছে। ২০২১ সালের ১৬ জানুয়ারি দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়। এখন পর্যন্ত মোট ২২০ কোটি ৬৬ লাখ ২০ হাজার ৭০০ করোনার টিকা দেওয়া হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























