ভারতে ইএমআইতে আম বিক্রি
প্রকাশিত : ১০:১১ অপরাহ্ণ, ৯ এপ্রিল ২০২৩ রবিবার ১৩০ বার পঠিত
গাড়ি, বাড়ি কিংবা ইলেকট্রনিক পণ্য, আজকাল ইএমআইতে পাওয়া যায় অনেককিছুই। তাই বলে ‘আম’ ইএমআইতে ! হ্যাঁ, এবার আম কেনা যাবে মাসিক কিস্তিতে, অর্থাৎ ইএমআইতে।
ঋণ করে আম খাওয়ার এমন অভিনব ‘সুযোগ’ দিয়েছেন ভারতের পুনের এক আম বিক্রেতা। তবে এটি যেমন-তেমন আম নয়। বিশেষ এই আমের নাম আলফানসো। একে সাধারণ মানুষের হাতের নাগালে আনতে এমন অভিনব উদ্যোগ নিয়েছেন পুনের আম বিক্রেতা গৌরব সানাস।
স্বাদে ও গন্ধে গোটা ভারতের পাশাপাশি বিশ্বেও জনপ্রিয় আলফানসো আম। ভারতের মহারাষ্ট্র রাজ্যের দেবগড় এবং রত্নগিরিতে মূলত এই আমের ফলন হলেও এর বেশিরভাগই চলে যায় রপ্তানির মাধ্যমে বিদেশে। অন্যদিকে, কম উৎপাদনের কারণে দামও থাকে বেশ চড়া। ফলে দামের জন্য অনেকেই এড়িয়ে চলেন কথিত এই সোনার আম।
ওই ব্যবসায়ী জানিয়েছেন, কোভিডের পর থেকে এই বিশেষ প্রজাতির আমের বিক্রি কমে গেছে। কারণ, আলফানসো প্রজাতির আমের দাম অনেকটাই বেড়ে গেছে। সাধারণ মানুষের ইচ্ছা থাকলেও কেনার মতো উপায় নেই। তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে ইএমআইতে আলফানসো আম বিক্রির পথে হেঁটেছি। গুরুকৃপা ট্রেডার্স অ্যান্ড ফ্রুট প্রোডাক্টসের গৌরব দাবি করেছেন, তাঁরাই দেশের প্রথম প্রতিষ্ঠান যেখানে ইএমআইতে আম পাওয়া যাচ্ছে।
গৌরব বলেন, ইএমআইতে আলফানসো আম দেওয়া সম্ভব হলে সবাই এর স্বাদ নিতে পারবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা জিরো ইন্টারেস্ট কার্ডের মাধ্যমে গ্রাহক নিজের সুবিধা মতো ৩, ৬ বা ১২ মাসের কিস্তিতে আম কেনার টাকা দিতে পারেন। তবে এই সুবিধা পেতে ন্যূনতম পাঁচ হাজার টাকার আম কিনতে হবে।
গৌরবের দোকানে চলতি বছর আলফানসো আম ডজনপ্রতি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১৩০০ রুপিতে। পবিত্র রমজান মাসের মধ্যেই এমন অফার দিতে পাড়ায় বিক্রি অনেকটাই বেড়েছে বলে দাবি তার।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।