রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বেলাশেষে দীপ জ্বেলে যাই বিদায়ের!

প্রকাশিত : ০৮:২৭ পূর্বাহ্ণ, ১১ নভেম্বর ২০২৩ শনিবার ১৪১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পুনে স্টেডিয়ামের রাতের সৌন্দর্য বেশি উপভোগ্য। শহরের মাঝে দিওয়ালি উৎসবের প্রচণ্ড ভিড়। রং-আতশবাজির পসরা নিয়ে সাজিয়ে রেখেছেন দোকানিরা। একদিন পরই বাজির শব্দ আর আলোয় ছেয়ে যাবে পুনেসহ সারা ভারত। আগাম দিওয়ালির উৎসবে মাতবে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম।

সন্ধ্যার আগেই শেষ হওয়া ম্যাচে থাকবে আতশবাজির ফোয়ারা। আলোর মাঝেও নিজেদের বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ দেখে ফেলতে পারেন মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ।

বাংলাদেশ দলে বিদায়ের রাগিণী বেজে উঠেছে আগেই। দলের চরম ব্যর্থতায় কোচিং স্টাফেও বিদায়ের সুর। শেষ বেলায় টাইমড আউট নিয়ে মন্তব্য করে বিসিবির চক্ষুশূল হয়েছেন অ্যালান ডোনাল্ড। চুক্তি শেষ হওয়ায় নিজে থেকে সরে দাঁড়িয়েছেন। আজ ম্যাচের পর সরে যাবেন কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরনও।

অনেকের ধারণা, এই বিশ্বকাপ দিয়ে পঞ্চপাণ্ডব অধ্যায়ের শেষ হচ্ছে। তুমুল বিতর্কে শেষবেলায় বিশ্বকাপে আসা হয়নি তামিম ইকবালের। মাশরাফি মুর্তজা আগেই সরে গেছেন। সেরা ফর্মে থাকার পরও সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের এটাই শেষ বিশ্বকাপ বলে মনে করা হচ্ছে। সাকিবের ৩৭ ছুঁই ছুঁই, মাহমুদউল্লাহর প্রায় ৩৮, মুশফিক রয়েছেন ৩৬ বছর বয়সে। বয়সের হিসাব অনেক কিছুই মিলিয়ে দিচ্ছে, এটাই সত্যি হলে দিলি­তেই শেষ দেখে ফেলেছেন সাকিব।

তবে ভারত বিশ্বকাপই যে তাদের শেষ এটা মনে করছেন না বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সংবাদ সম্মেলনে কাল তিনি বলেন, ‘এটাই তাদের শেষ বিশ্বকাপ কি না জানি না। আমি তাদের শেষ বিশ্বকাপ নিয়ে মন্তব্য করতে চাই না।’

শেষদিনের অনুশীলনে আসেননি মাহমুদউল্লাহ। মুশফিক এখনো সেই দেড়যুগ আগের মতো মনোযোগী ছাত্র হয়ে রইলেন শেষবেলাতেও।

সাকিব ও মুশফিক পাঁচটি বিশ্বকাপ খেললেন। এবারও একমাত্র সেঞ্চুরি মাহমুদউল্লাহর। একটাই আফসোস, সেমিফাইনালে খেলা হলো না তাদের।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT