বাড়িতে ‘হামলাকারী’ পুলিশদের দেখে নেওয়ার হুঁশিয়ারি ইমরান খানের
প্রকাশিত : ১০:৫৬ অপরাহ্ণ, ১৯ মার্চ ২০২৩ রবিবার ১৩৭ বার পঠিত
এবার পুলিশকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।
ইমরান খান বলেন, লাহোরে তার বাসভবনে হামলাকারী প্রত্যেক অফিসারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ হুঁশিয়ারি দেন তিনি। খবর ডনের।
শনিবার তোষাখানা মামলায় হাজিরা দেওয়ার জন্য জামান পার্কে অবস্থিত তার বাসভবন থেকে ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্সে যান তিনি। এ সময় তার বাড়ির গেট ভেঙে বাড়িতে ঢুকে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাড়িতে তার স্ত্রী বুশরা বিবি এবং কয়েকজন গৃহকর্মী উপস্থিত ছিলেন।
পুলিশের এমন কাণ্ডের সমালোচনা করে ইমরান খান বলেন, বাড়িতে হামলাকারী এসব পুলিশের কাউকে ছাড় দেওয়া হবে না। তারা (পুলিশ) আমার বাড়ির গেট ভেঙে ফেলেছে। আমার স্ত্রী একা বাড়িতে থাকা অবস্থায় তারা বাড়ির দেওয়াল ভেঙে দিয়েছে।
ইমরান খান হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রত্যেক পুলিশ, সেনা কর্মকর্তা, বিচারককে আমি একে একে জিজ্ঞাসাবাদ করব।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইমরান খান বুধবার মিনার-ই-পাকিস্তান এলাকায় এক র্যালির ঘোষণা দেন। এতে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, ২০১৩ সালের নির্বাচনের আগে যে পরিমাণ মানুষ জমায়েত হয়েছিল। তেমন মানুষ জমায়েত হবে এই র্যালিতে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।