রবিবার ০২ নভেম্বর ২০২৫, ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ গণভোট ইস্যুতে মুখোমুখি বিএনপি-জামায়াত ◈ শাহজালালে যাত্রীর পাকস্থলীতে মিলল ৬৩৭৮ ইয়াবা ◈ চলতি বছর স্বর্ণের দাম বেড়েছে ৫০ বার, কমেছে কত বার? ◈ সকাল ৯টার মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ বিএনপির একজন নেতার চাঁদাবাজির টাকা দিয়েই গণভোট আয়োজন সম্ভব: পাটওয়ারী ◈ ঢাকায় জুলাইযোদ্ধা শাফিনের রহস্যজনক মৃত্যু ◈ জামায়াত নিষিদ্ধে আলালের বক্তব্যে প্রতিক্রিয়া জানালেন আবদুল হালিম ◈ বিএনপি ও জামায়াতের মধ্যে বোঝাপড়া হচ্ছে বলে শুনতে পাচ্ছি: পাটওয়ারী ◈ জামায়াত-বিএনপি ও এনসিপির কাঠামোর মধ্যে নির্বাচন সম্ভব নয়: জাপা মহাসচিব ◈ নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত

ফাইনালের স্বপ্ন যুবাদের

প্রকাশিত : ০৫:১৬ অপরাহ্ণ, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার ১৫৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

২০১৯ সালের নভেম্বরে প্রথমবার ইরানে হয়েছিল জুনিয়র কাবাডি বিশ্বকাপ। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ কাবাডির ওই আসরে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। সেই দলে খেলা উজ্জাপন চাকমা দ্বিতীয় জুনিয়র বিশ্বকাপ কাবাডিতে বাংলাদেশ দলের অধিনায়ক। বাকি ১২ জন খেলোয়াড়ই নানা ধাপ পেরিয়ে লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়েছেন।

তারুণ্যনির্ভর এই দলটিকে ঘিরেই এবার আরও বড় স্বপ্ন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কর্তাদের। গত আসরকে ছাপিয়ে এবার ফাইনালে খেলার আশা শ্রীনিবাস রেড্ডীর দলের। ২৮ ফেব্রুয়ারি ইরানের উর্মিয়া শহরে শুরু হবে যুব কাবাডি বিশ্বকাপ। এই আসরে অংশ নিতে আজ ঢাকা ছাড়ছে ১৫ সদস্যের বাংলাদেশ দল।

গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ইরান। চার বছর আগের প্রতিযোগিতায় না খেললেও এবার অংশ নিচ্ছে ভারত। তাই বাংলাদেশের লড়াইটা মূলত ভারত ও ইরানের সঙ্গেই। ২০১৯ সালে আফগানিস্তান, চাইনিজ তাইপে ও থাইল্যান্ডকে হারিয়েছিল লাল-সবুজের দলটি। এবার প্রতিযোগিতায় ১৬টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। টুর্নামেন্ট শুরুর আগের দিন ২৭ ফেব্রুয়ারি ম্যানজার্স মিটিংয়ে গ্রুপিং এবং সূচি চূড়ান্ত হবে। শুক্রবার কাবাডি স্টেডিয়াম গ্রাউন্ডে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সহসভাপতি হাফিজুর রহমান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান এবং যুগ্ম সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

যুব কাবাডির বর্তমান দলটি উঠে এসেছে আইজিপি কাপ থেকে। দেশব্যাপী ছড়িয়ে দেওয়া আইজিপি কাপের চূড়ান্ত পর্ব থেকে ৫০, আঞ্চলিক পর্ব থেকে ৪, এনএসসির প্রতিভা অন্বেষণ থেকে ১৫ এবং বিকেএসপি থেকে ১৩ জনসহ মোট ৮২ জনকে নিয়ে গত দুই মাস ভারতীয় কোচ শ্রীনিবাস রেড্ডীর অধীনে ক্যাম্প করা হয়। চূড়ান্ত ধাপে ট্রায়াল নিয়ে ১৮ জন বাছাই করা হয়। তাঁদের ১ মাসের ক্যাম্প শেষে চূড়ান্ত করা হয় ১২ জনকে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT