পুতিনের বার্ষিক ম্যারাথন সংবাদ সম্মেলন বাতিল
প্রকাশিত : ০৫:৪২ অপরাহ্ণ, ১৩ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার ১৭২ বার পঠিত
প্রতি বছরের শেষে ডিসেম্বরে একটি ম্যারাথন সংবাদ সম্মেলন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এ বছর সেই সংবাদ সম্মেলন করবেন না তিনি। এমনটিই জানিয়েছে ক্রেমলিন। খবর আলজাজিরার।
সংবাদ সম্মেলন না করার কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি জানান, আগামী বছরের শুরুতেও ক্রেমলিনে বর্ষবরণের অনুষ্ঠান হবে না।
কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা বলছে, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করে রাশিয়া। তবে এটি পরিকল্পনামাফিক না এগোনোয় এমন সিদ্ধান্ত নিলেন ভ্লাদিমির পুতিন।
প্রতি বছর বেশ কয়েক ঘণ্টাব্যাপী এ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পুতিন। গত বছর প্রায় ৪ ঘণ্টার বেশি সময় ধরে সংবাদ সম্মেলন করেন তিনি। এতে দেশ-বিদেশের অনেক সাংবাদিকের উপস্থিতি থাকে। ২০০০ সালে ক্ষমতায় বসার পর থেকে প্রায় প্রতি বছর ক্রেমলিনের পুলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। তবে গত এক দশকের রেকর্ড ভেঙে এবার তা হচ্ছে না।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।