সোমবার ০৩ নভেম্বর ২০২৫, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ গণভোট ইস্যুতে মুখোমুখি বিএনপি-জামায়াত ◈ শাহজালালে যাত্রীর পাকস্থলীতে মিলল ৬৩৭৮ ইয়াবা ◈ চলতি বছর স্বর্ণের দাম বেড়েছে ৫০ বার, কমেছে কত বার? ◈ সকাল ৯টার মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ বিএনপির একজন নেতার চাঁদাবাজির টাকা দিয়েই গণভোট আয়োজন সম্ভব: পাটওয়ারী ◈ ঢাকায় জুলাইযোদ্ধা শাফিনের রহস্যজনক মৃত্যু ◈ জামায়াত নিষিদ্ধে আলালের বক্তব্যে প্রতিক্রিয়া জানালেন আবদুল হালিম ◈ বিএনপি ও জামায়াতের মধ্যে বোঝাপড়া হচ্ছে বলে শুনতে পাচ্ছি: পাটওয়ারী ◈ জামায়াত-বিএনপি ও এনসিপির কাঠামোর মধ্যে নির্বাচন সম্ভব নয়: জাপা মহাসচিব ◈ নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত

পিএসএলের ৬ দলে সুযোগ পেলেন যে সব তারকা

প্রকাশিত : ০৮:২৩ পূর্বাহ্ণ, ১৪ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার ১৩১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসরের নিলাম হয়ে গেল আজ। বুধবার লাহোরের ক্রিকেট একাডেমিতে হওয়া নিলাম থেকে পছন্দের তারকাকে দলে নিয়েছেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা।

টি-টোয়েন্টি এই টুর্নামেন্টে ৬টি ফ্র্যাঞ্চাইজি ৩৪টি ম্যাচে অংশ নিবে। আগামী ১৩ ফেব্রুয়ারি পিএসএল শুরু হয়ে ১৮ মার্চ ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে।

নিলামে থাকা ক্রিকেটারদের ৫টি ক্যাটাগরীতে রাখা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরী হলো প্ল্যাটিনাম। এরপর ডায়মন্ড, গোল্ড, সিলভার এবং উদীয়মান।

প্ল্যাটিনাম ক্যাটাগরির ভিত্তি মূল্য- ১ লাখ ৪৮ হাজার ৬৬ ডলার। ডায়মন্ড ক্যাটাগরির ভিত্তি মূল্য- ৫২ হাজার ৪৩৩ ডলার। গোল্ড ক্যাটাগরির ভিত্তি মূল্য- ৩৭ হাজার ৪৫২ ডলার। সিলভার ক্যাটাগরির ভিত্তি মূল্য- ১৮ হাজার ৭২৬ ডলাল। উদীয়মান ক্যাটাগরির ভিত্তি মূল্য- ৭ হাজার ৪৯০ ডলার।

পিএসএলের ৬ দলে আছেন যারা-

করাচি কিংস: শান মাসুদ (অধিনায়ক), কায়রন পোলার্ড, ড্যানিয়েল সামস, শোয়েব মালিক, তাবরিজ শামসি, মোহাম্মদ নওয়াজ, টিম সেফার্ট, জেমস ভিন্স, হাসান আলি, মোহাম্মদ আমির খান, আনোয়ার আলী, আরাফাত মিনহাস, মীর হামজা, মোহাম্মদ আখলাক, মো. ইরফান নিয়াজি, সিরাজুদ্দিন, সাদ বেগ ও জেমি ওভারটন।

লাহোর কালান্দার্স: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), ফখর জামান, ডেভিড উইজ, সিকান্দার রাজা, শাই হোপ, আবদুল্লাহ শফিক, রিশি ভেন দার ডুসেন, সাহেবজাদা ফারহান, হারিস রউফ, জামান খান, ইমরান জুনিয়র, আহসান হাফিজ ভাট্টি, ড্যান লরেন্স, মির্জা তাহির বেগ, রশিদ খান, সৈয়দ ফরিদুন মাহমুদ, জাহানদাদ খান ও কামরান গোলাম।

ইসলামাবাদ ইউনাইটেড: শাদাব খান (অধিনায়ক), অ্যালেক্স হেলস, কলিন মুনরো, জর্ডান কক্স, টম কুরান, নাসিম শাহ, টাইমাল মিলস, আজম খান, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, ম্যাথিউ ফোর্ড, সালমান আলি আগা, কাসিম আকরাম, রুম্মান রইস, হুনাইন শাহ, উবায়েদ শাহ ও শামিল হুসেন।

পেশোয়ার জালমি: বাবর আজম (অধিনায়ক), নূর আহমেদ, রোভম্যান পাওয়েল, লুঙ্গি এনগিডি, আসিফ আলি, সাইম আইয়ুব, টম কোহলার-ক্যাডমোর, নবীন-উল হক, আমের জামাল, মোহাম্মদ হারিস, সালমান ইরশাদ, আরিফ ইয়াকুব, উমাইর আফ্রিদি, ড্যানিয়েল মসলি, খুররম শাহজাদ, হাসিবুল্লাহ খান, মোহাম্মদ জিশান, মেহরান মুমতাজ।

মুলতান সুলতান: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), ডেভিড উইলি, ইফতিখার আহমেদ, ডেভিড মালান, ক্রিস জর্ডান, খুশদিল শাহ, উসামা মীর, রেজা হেন্ড্রিক্স, রিস টপলে, আব্বাস আফ্রিদি, তৈয়ব তাহির, শাহনওয়াজ দাহানি, মোহাম্মদ আলী, উসমান খান, ইহসানউল্লাহ, ফয়সাল আকরাম, ইয়াসির খান ও আফতাব ইব্রাহিম।

কোয়েটা গ্ল্যাডিয়েটরস: সরফরাজ আহমেদ (অধিনায়ক), জেসন রয়, রিলি রুশো, সৌদ শাকিল, উইল স্মিত, শেরেফানি রাদারফোর্ড, মোহাম্মদ আমির, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আবরার আহমেদ, সাজ্জাদ আলী জুনিয়র, উসমান কাদির, ওমাইর বিন ইউসুফ, খাজা নাফায়, আদিল নাজ, আকিল হোসেন ও সোহেল খান।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT