পাকিস্তানে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা, নিহত ৪
প্রকাশিত : ১০:০৩ অপরাহ্ণ, ১০ এপ্রিল ২০২৩ সোমবার ১৩২ বার পঠিত
পাকিস্তানের পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের রাজধানী শহর কোয়েটায় পুলিশের গাড়ি লক্ষ্য করে চালানো বোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। খবর: আলজাজিরা’র।
আজ সোমবারের এ বোমা হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র জোহাইব মোহসিন বালুচ।
এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা একটি থানা পরিদর্শনে যাচ্ছিলেন। এমন সময় পুলিশ কর্মকর্তার গাড়ি লক্ষ্য করে মোটরসাইকেল থেকে বোমা হামলা চালানো হয়। এ সময় চার থেকে পাঁচ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়। হামলায় পুলিশ কর্মকর্তা অক্ষত থাকলেও তাঁর গাড়িচালক ও দেহরক্ষী নিহত হন।
তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এ বোমা হামলার দায় স্বীকার করেনি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।