বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ

প্রকাশিত : ০৯:২০ পূর্বাহ্ণ, ২১ জুলাই ২০২৫ সোমবার ৫৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

লক্ষ্য ১১১ রান, পাকিস্তানের বিপক্ষে এর আগে কখনো এত কম রান তাড়া করতে হয়নি বাংলাদেশকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এত কম রান তাড়ায় কখনো হারেওনি বাংলাদেশ। রেকর্ডের পাতায় বিশ্বাস রাখলে এ ম্যাচে বাংলাদেশের হেসেখেলেই তো জেতার কথা।

কিন্তু শুরুটা হলো কী দুঃস্বপ্নের মতো! প্রথম ওভারে তানজিদ হাসান তামিম আউট, তৃতীয় ওভারে লিটন দাস! ১৪ বলের মধ্যে সালমান মির্জার দুই ডেলিভারিতে দুই ব্যাটসম্যান প্যাভিলিয়নে, স্কোরবোর্ডে রান তখনো ৭। মিরপুরের ভরা গ্যালারির উত্তেজনায় যেন কেউ পানি ঢেলে দিল!

কিন্তু শ্রীলঙ্কায় শেষ দুই টি-টোয়েন্টিতে দাপট দেখিয়ে সিরিজ জেতা বাংলাদেশ এরপর বোঝাল, শ্রীলঙ্কায় ওই দুই ম্যাচ ফ্লুক ছিল না। তৃতীয় উইকেটে তাওহীদ হৃদয়ের সঙ্গে ওপেনার পারভেজ হোসেন ইমন গড়লেন ৭৩ রানের জুটি। হৃদয় ৩৭ বলে ৩৬ রান করে ফিরলেন, তবে ওয়ানডে গতির ওই ইনিংস নিয়ে আপত্তি তোলার কিছু নেই। রানরেটই যেখানে ৬-এর নিচে দরকার, হৃদয়ের ১০০-র নিচের স্ট্রাইকরেট নিয়ে কিছু বলার কী থাকতে পারে! তারওপর যে নিদারুণ পরিস্থিতিতে আসা ওই ইনিংস যেখানে বাংলাদেশকে প্রায় জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছে!

হৃদয় আউট হওয়ার সময়ই ম্যাচে একেবারে বাংলাদেশের হাতের মুঠোয়, আর ইমন তো অন্য প্রান্তে ছিলেনই। ইমন ম্যাচ শেষ করেই ফিরলেন, হৃদয় আউট হওয়ার ক্রিজে যাওয়া জাকের আলীকে নিয়ে শেষদিকে চার-ছক্কায়ই সব হিসাব শেষ করে দিলেন। আর সে পথে ছক্কা মেরেই ৩৪ বলে পেয়ে গেলেন নিজের ফিফটি।

শেষ পর্যন্ত ইমনের ৩৯ বলে ৩ চার ৫ ছক্কায় ৫৬ রানের অপরাজিত ইনিংস, আর চার মেরে জয়ের সমীকরণ মিলিয়ে দেওয়া জাকের আলীর ১০ বলে ১৫ রানে বাংলাদেশ ৭ উইকেটেই ম্যাচ জিতে গেল। তখনো ইনিংসে বাকি ২৭ বল!

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT