পর্দায় মারিয়াকে তুলে ধরা বেশ চ্যালেঞ্জিং: অ্যাঞ্জেলিনা জোলি
প্রকাশিত : ০৫:০৪ পূর্বাহ্ণ, ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার ১৩০ বার পঠিত
বিশ শতকের নন্দিত ও প্রভাবশালী অপেরাশিল্পী মারিয়া ক্যালাসের জীবনকাহিনি এবার উঠে আসছে বড় পর্দায়। ছবির নাম ‘মারিয়া’। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন খ্যাতিমান হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি হাঙ্গেরির বুদাপেস্টে শুরু হয়েছে ছবির শুটিং।
পরিচালনা করছেন চিলির নির্মাতা পাবলো লাররাইন। এ ছবির সুবাদে দীর্ঘ এক যুগ পর বুদাপেস্টে পা রেখেছেন জোলি।
সেখানে পৌঁছেই সংবাদমাধ্যমগুলোয় তিনি বলেছেন, ‘মারিয়া ক্যালাসের শিল্পী ও ব্যক্তিজীবন দারুণভাবে আমার মনে ছাপ ফেলেছে। কারণ, তিনি ছিলেন তাঁর সময়ের শ্রেষ্ঠ অপেরাশিল্পী। তাঁর বাদ্যযন্ত্রের অনবদ্য পরিবেশনা ও নাটকীয় প্রতিভা ঐশ্বরিক বলে অভিহিত করা হতো। অথচ ব্যাপক যশ-খ্যাতির পরও তাঁর শেষ জীবনটা ছিল কষ্টের; যা সহজেই মনে দাগ কাটে।’
তিনি আরও বলেন, ‘স্টিভেন নাইটের চিত্রনাট্য পড়ে বুঝেছি, মারিয়ার ঘটনাবহুল জীবন অধ্যায় পর্দায় মারিয়াকে তুলে ধরা বেশ চ্যালেঞ্জিং। তারপরও চ্যালেঞ্জ নিয়েই নিজের সেরা অভিনয় তুলে ধরতে আমি প্রস্তুত।’
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।