রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয় দিনেও অঘটন, দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারাল স্কটিশরা

প্রকাশিত : ০৫:৩৫ অপরাহ্ণ, ১৭ অক্টোবর ২০২২ সোমবার ২১৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের দ্বিতীয় দিনেও অঘটন। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে রেকর্ড দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল আইসিসির সহযোগি সদস্য দেশ স্কটল্যান্ড।

এর আগে রোববার টুর্নামেন্টের প্রথম দিনে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৩ রান করে আইসিসির সহযোগি সদস্য দেশ নামিবিয়া।

টার্গেট তাড়া করতে নেমে ১০৮ রানেই অলআউট হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকাকে। লংকানদের ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয় নামিবিয়া।

সোমবার অস্ট্রেলিয়ার হোবার্টে টস হেরে আগে ব্যাট করে জর্জ মুনসির ৬৬ রানের অনবদ্য ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৬০ রান করে স্কটল্যান্ড।

টার্গেট তাড়া করতে নেমে এক উইকেটে ৫৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ২৬ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় ক্যারিবীয়রা। শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে ১১৮ রানে অলআউট হয় উইন্ডিজ। ৪২ রানের জয় পায় স্কটল্যান্ড।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT