তুরস্কের বিরুদ্ধে ইউক্রেনের বিস্ফোরক অভিযোগ
প্রকাশিত : ০৫:২৩ অপরাহ্ণ, ৩ জুন ২০২২ শুক্রবার ২০৭ বার পঠিত
তুরস্কে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত অভিযোগ করেছেন, ইউক্রেনের কাছ থেকে রাশিয়া যেসব শস্য চুরি করেছে সেই কথিত চুরি করা শস্য কিনছে তুরস্কও। খবর আল জাজিরার।
ইউক্রেন গত কয়েকদিন ধরে অভিযোগ করে আসছে রাশিয়া তাদের দেশে উৎপাদিত শস্য চুরি করে জাহাজ বোঝাই করে সেগুলো নিয়ে যাচ্ছে। তাদের অভিযোগ বেশ কয়েকটি দেশ এসব চুরি করা শস্য কিনছে। এর মধ্যে তারা জানাল তুরস্কও সেসব দেশের তালিকায় রয়েছে।
ইউক্রেনের রাষ্ট্রদূত ভাসাল বোদনার সাংবাদিকদের বলেন, তিনি তুরস্কের কর্মকর্তা ও ইন্টারপোলের কাছে আবেদন জানিয়েছেন, কারা এসব চুরি করা শস্য তুরস্কের পানি সীমানা দিয়ে নিয়ে যাচ্ছে সেটি যেন তদন্ত করা হোক।
এদিকে তুরস্কের বিরুদ্ধে ইউক্রেন এমন বিস্ফোরক অভিযোগ করার পর এ ব্যাপারে দেশটির পক্ষ থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি। তাছাড়া যাদের বিরুদ্ধে শস্য চুরি করার অভিযোগ সেই রাশিয়াও এ ব্যাপারে কিছু বলেনি।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও এ দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি।
সূত্র: আল জাজিরা
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























