‘ডলার বেচে সোনা কিনুন’
প্রকাশিত : ০৭:৩৬ পূর্বাহ্ণ, ১৭ মার্চ ২০২৩ শুক্রবার ১৩৯ বার পঠিত
সময় থাকতে এখনই ডলার বেচুন। এর বদলে সোনা-ইউরো-ইউয়ান কিনুন। মূলত যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের অর্থনৈতিক সংকটের কথা বলতেই এমন কথা বলেন রুশ বিলিয়নার ওলেগ ডেরিপাস্কা।
মঙ্গলবার রবার্ট কিয়োসাকির সর্বাধিক বিক্রীত বই ‘রিচ ড্যাড পোর ড্যাড’য়ের প্রতিক্রিয়া জানিয়ে উদ্যোক্তা ও শিল্পপতি ডেরিপাস্কা টেলিগ্রামে এ মন্তব্য করেন। প্রাভদা।
বইটি লেখা হয়েছিল যুক্তরাষ্ট্রের আগত অর্থনৈতিক সংকট নিয়ে। প্রতিক্রিয়ায় ডেরিপাস্কা জানান, ‘কথা যদি দশ শতাংশও সঠিক প্রমাণিত হয়, তবে খুব দ্রুত ডলার বিক্রি করতে হবে। এখনই হবে ইউরো, ইউয়ান এবং সোনা কেনার উপযুক্ত সময়।
বইটির লেখক কিয়োসাকি ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানি ‘লেম্যান ব্রাদার্সে’র পতনের ভবিষ্যদ্বাণী করেছিলেন। তখন বিনিয়োগকারীদের আরও সোনা, রুপা এবং বিটকয়েন কিনতে উৎসাহিত করেছিলেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতে সংকটের কারণে বাজারের পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে। দেশটির সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) এ বছর ১০ মার্চ দেউলিয়া হয়ে যায়। এর কিছু দিন পরেই নিউইয়র্কের সিগনেচার ব্যাংকও নানা ধরনের ঝুঁকির কারণে বন্ধ হয়ে যায়। এর ফলে দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি সম্পর্কে বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের আশঙ্কা বেড়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।