টেক্সাসে বন্যায় ১৩ জনের মৃত্যু
প্রকাশিত : ১০:৩৬ পূর্বাহ্ণ, ৫ জুলাই ২০২৫ শনিবার ৩৫ বার পঠিত
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কের কাউন্টিতে বন্যায় ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে আজ শনিবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নিখোঁজদের মধ্যে প্রায় ২০টি শিশু রয়েছে, যারা একটি সামার ক্যাম্পে ছিল।
টেক্সাসের ভারপ্রাপ্ত গভর্নর ড্যান প্যাট্রিক বলেন, এর মানে এই নয় যে নিখোঁজ শিশুরা একেবারে হারিয়ে গেছে। তারা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায়ও থাকতে পারে ।
স্থানীয় কর্মকর্তারা জানান, গুয়াদালুপে নদীর হঠাৎ ২৬ ফুট (৮ মিটার) বেড়ে যাওয়ায় টেক্সাসে বন্যা দেখা দিয়েছে। মাত্র ৪৫ মিনিটের মধ্যে এই নদীর পানি ব্যাপকভাবে বেড়ে যায়। যার ফলে ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং প্রাণহানির ঘটনা ঘটেছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।