জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প
প্রকাশিত : ০৮:২২ পূর্বাহ্ণ, ৫ অক্টোবর ২০২৫ রবিবার ১০ বার পঠিত
জাপানের হনসু দ্বীপের পূর্ব উপকূলে একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
শনিবার (৪ অক্টোবর) জার্মান গবেষণা সংস্থা জিওসায়েন্সেস রিসার্চ সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.০।
সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (প্রায় ৬.২১ মাইল) গভীরে।
তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্প অনুভূত হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জাপান ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এর আগেও দেশটি প্রায়ই নিয়মিত মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্পের মুখোমুখি হয়েছে।
সূত্র: আল-আরাবিয়া
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।